পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গ সফর ঘিরে উচ্ছ্বসিত, বাংলায় টুইট মোদির - WestBengal

দু'দিনের সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী । তিনি উচ্ছ্বসিত, টুইট করলেন একথা ।

মোদি
মোদি

By

Published : Jan 11, 2020, 9:58 AM IST

Updated : Jan 11, 2020, 12:06 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ টুইটে এমনই লিখলেন নরেন্দ্র মোদি ৷ প্রথমে ইংরেজিতে লিখে তারপর বাংলাতেও টুইট করেন প্রধানমন্ত্রী৷ রামকৃষ্ণ মিশনে সময় কাটাতে পেরে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর সময় বেলুড়ে যেতে পারছেন, এটা ভেবেই তিনি অত্যন্ত খুশি ৷

বেলুড় মঠের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এমনও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷ দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসতে পেরে তিনি অসম্ভব খুশি ৷ কিন্তু শূন্যতাও রয়েছে, টুইটে এমন লেখেন তিনি ৷

'জন সেবাই প্রভু সেবা' এ কথা স্বামী আত্মস্থানন্দজির থেকে শিখেছেন ৷ রামকৃষ্ণ মিশনে তিনি যাচ্ছেন, অথচ সেখানে আত্মস্থানন্দজি নেই একথা তিনি ভাবতেও পারছেন না , একথাও টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷

মূল টুইট দু'টি করার পর বাংলায়ও টুইট করলেন নরেন্দ্র মোদি ।

Last Updated : Jan 11, 2020, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details