দিল্লি, 11 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ টুইটে এমনই লিখলেন নরেন্দ্র মোদি ৷ প্রথমে ইংরেজিতে লিখে তারপর বাংলাতেও টুইট করেন প্রধানমন্ত্রী৷ রামকৃষ্ণ মিশনে সময় কাটাতে পেরে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর সময় বেলুড়ে যেতে পারছেন, এটা ভেবেই তিনি অত্যন্ত খুশি ৷
বেলুড় মঠের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এমনও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷ দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসতে পেরে তিনি অসম্ভব খুশি ৷ কিন্তু শূন্যতাও রয়েছে, টুইটে এমন লেখেন তিনি ৷