পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টিকাকরণের প্রক্রিয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

কোভিশিল্ড ও কোভ্যাকসিন, এই দু'টি ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছেন ডিসিজিআই । আর আজ টিটাকরণের প্রক্রিয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jan 11, 2021, 9:02 AM IST

দিল্লি, 11 জানুয়ারি : 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে প্রথম দফায় কোরোনার টিকা দেওয়ার কাজ । তার আগে আজ কোরোনার টিকা দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেল 4টে নাগাদ বৈঠকটি হওয়ার কথা ৷

ইতিমধ্যেই ডিসিজিআই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিত ব্যবহারের অনুমোদন দিয়েছেন । বলা হয়েছে, এই দু'টি ভ্যাকসিনই শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ । তারপর থেকে কয়েক দফায় ভ্যাকসিনের ড্রাই রান চলে । দেওয়া হয় প্রশিক্ষণ । প্রধানমন্ত্রী ঘোষণা করেন, 16 জানুয়ারি থেকে দেশজুড়ে প্রথম দফায় কোরোনার টিকা দেওয়ার কাজ শুরু হবে । এরপর আজ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি ৷

আরও পড়ুন : জানা নেই কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ; তড়িঘড়ি ভ‍্যাকসিনেশন নিয়ে প্রশ্ন চিকিৎসকদের

আজ সন্ধে অথবা আগামীকাল থেকে কোভিশিল্ড-এর সরবরাহ শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর ।

কোভিশিল্ড তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ৷ যা 70 শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন গবেষকরা ৷ অন্যদিকে কোভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়াল চলছে এবং তা নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থাটির তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details