দিল্লি, 11 জানুয়ারি : 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে প্রথম দফায় কোরোনার টিকা দেওয়ার কাজ । তার আগে আজ কোরোনার টিকা দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেল 4টে নাগাদ বৈঠকটি হওয়ার কথা ৷
ইতিমধ্যেই ডিসিজিআই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিত ব্যবহারের অনুমোদন দিয়েছেন । বলা হয়েছে, এই দু'টি ভ্যাকসিনই শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ । তারপর থেকে কয়েক দফায় ভ্যাকসিনের ড্রাই রান চলে । দেওয়া হয় প্রশিক্ষণ । প্রধানমন্ত্রী ঘোষণা করেন, 16 জানুয়ারি থেকে দেশজুড়ে প্রথম দফায় কোরোনার টিকা দেওয়ার কাজ শুরু হবে । এরপর আজ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি ৷