পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতাকে ফোন মোদি-শাহর, সবরকম সাহায্যের আশ্বাস - situation after Cyclone Bulbul hit the State

'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল গতকাল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে । রাজ্যের পরিস্থিতি জানতে আজ মমতাকে ফোন করেন মোদি ।

ফাইল ফোটো

By

Published : Nov 10, 2019, 11:18 AM IST

Updated : Nov 10, 2019, 3:27 PM IST


দিল্লি, 10 নভেম্বর : বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ।

গতকাল 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু এলাকা । কোথাও গাছ ভেঙে পড়ে । কিছু কিছু জায়গায় মাটির বাড়ি ভেঙে যায় । এখনও কিছু এলাকায় ব্যাহত যান চলাচল । এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি জানতে আজ মমতাকে ফোন করেন মোদি । সেকথা মোদি টুইট করে জানান । পাশাপাশি টুইটে কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন ।

নরেন্দ্র মোদি টুইট করেন, "বুলবুলের জন্য পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে । রাজ্যের পরিস্থিতি জানতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি । কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে । সকলের সুরক্ষা কামনা করি ।"

রাজ্যের পাশে থাকার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি টুইট করেন, "বুলবুল আছড়ে পড়ায় পূর্ব ভারতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে । কেন্দ্র ও রাজ্যের ত্রাণ সংস্থার সঙ্গে আমরা সবসময় যোগাযোগে আছি । পশ্চিমবঙ্গে NDRF -এর 10 টি দল ও ওড়িশায় 6 টি দল মোতায়েন আছে । তারা রাজ্য প্রশাসনের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে । NDRF-এর 18 টি দলকে প্রস্তুত রাখা হয়েছে ।"

Last Updated : Nov 10, 2019, 3:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details