দিল্লি, 10 নভেম্বর : বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ।
গতকাল 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু এলাকা । কোথাও গাছ ভেঙে পড়ে । কিছু কিছু জায়গায় মাটির বাড়ি ভেঙে যায় । এখনও কিছু এলাকায় ব্যাহত যান চলাচল । এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি জানতে আজ মমতাকে ফোন করেন মোদি । সেকথা মোদি টুইট করে জানান । পাশাপাশি টুইটে কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন ।