কেভাডিয়া (গুজরাত), 31 অক্টোবর : পুলওয়ামার ঘটনায় বিরোধী দলগুলির অবস্থান নিয়ে এবার তাদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একতা দিবসের প্যারেড অনুষ্ঠানের পর তিনি বলেন , সপ্তাহের শুরুর দিকে সংসদে পাকিস্তানের মন্ত্রীর প্রকাশিত মন্তব্য , বিরোধীদের আসল চেহারা উন্মোচিত করেছে ।
গুজরাতের দ্বিতীয় দিনের সফরে সর্দার বল্লভভাই প্যাটেলের 145 তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এরপর তিনি একতা দিবসের প্যারেডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন । বলেন , "আজ আমি যখন অফিসারদের প্যারেড দেখছিলাম তখন আমার চোখে একটা ছবি ভেসে আসছিল । সেটা পুলওয়ামা হামলার ছবি । দেশ কখনও ভুলতে পারে না যে , ভারত যখন তার সন্তানের মৃত্যুর জন্য শোক করছিল ... তখন কয়েকজন এই দুঃখের অংশ ছিল না । পুলওয়ামার ঘটনায় তাদের স্বার্থপরতার দিক উঠে এসেছিল । "
তিনি জানান , ওই সময় কী ধরনের মন্তব্য করা হয়েছিল , তা দেশ কখনও ভুলতে পারে না । যখন এই আক্রমণ হয়েছিল , তখন স্বার্থপরতার রাজনীতি চলছিল । তিনি বলেন , "গত কয়েকদিনে প্রতিবেশী দেশ থেকে যে খবর প্রকাশ পাচ্ছে ... যেভাবে তাদের সাংসদ হামলার বিষয়টি স্বীকার করেছে, তাতে প্রকৃত চেহারাটি প্রকাশ পেয়েছে (যারা আক্রমণ অস্বীকার করেছে ) । রাজনৈতিক স্বার্থের জন্য তাদের এই ধরনের কাজ প্রকাশ পাচ্ছে । পুলওয়ামা হামলার পরের রাজনীতি তার এক বিশাল উদাহরণ । "
প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে দেশের সুরক্ষার স্বার্থে এই জাতীয় রাজনীতিতে জড়িত না হওয়ার এবং শত্রুদের স্বার্থে কাজ না করার আবেদন জানিয়েছেন । তিনি বলেন ,"আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে , সবার আগে রয়েছে দেশের স্বার্থ । যখন আমরা সকলের স্বার্থে কাজ করব , তবেই দেশের উন্নতি হবে ।"