পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"যখন ভারত তার সন্তানদের হারিয়েছিল"...পুলওয়ামা হামলার ঘটনায় বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর - Modi slams Opposition Over Pulwama Attack

গুজরাতের দ্বিতীয় দিনের সফরে একতা দিবসের প্যারেডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বলেন , "আজ আমি যখন অফিসারদের প্যারেড দেখছিলাম তখন আমার চোখে একটা ছবি ভেসে আসছিল । সেটা পুলওয়ামা হামলার ছবি । দেশ কখনও ভুলতে পারে না যে , ভারত যখন তার সন্তানের মৃত্যুর জন্য শোক করছিল ... তখন কয়েকজন এই দুঃখের অংশ ছিল না । পুলওয়ামার ঘটনায় তাদের স্বার্থপরতার দিক উঠে এসেছিল । "

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Oct 31, 2020, 1:32 PM IST

Updated : Oct 31, 2020, 3:15 PM IST

কেভাডিয়া (গুজরাত), 31 অক্টোবর : পুলওয়ামার ঘটনায় বিরোধী দলগুলির অবস্থান নিয়ে এবার তাদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একতা দিবসের প্যারেড অনুষ্ঠানের পর তিনি বলেন , সপ্তাহের শুরুর দিকে সংসদে পাকিস্তানের মন্ত্রীর প্রকাশিত মন্তব্য , বিরোধীদের আসল চেহারা উন্মোচিত করেছে ।

গুজরাতের দ্বিতীয় দিনের সফরে সর্দার বল্লভভাই প্যাটেলের 145 তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এরপর তিনি একতা দিবসের প্যারেডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন । বলেন , "আজ আমি যখন অফিসারদের প্যারেড দেখছিলাম তখন আমার চোখে একটা ছবি ভেসে আসছিল । সেটা পুলওয়ামা হামলার ছবি । দেশ কখনও ভুলতে পারে না যে , ভারত যখন তার সন্তানের মৃত্যুর জন্য শোক করছিল ... তখন কয়েকজন এই দুঃখের অংশ ছিল না । পুলওয়ামার ঘটনায় তাদের স্বার্থপরতার দিক উঠে এসেছিল । "

তিনি জানান , ওই সময় কী ধরনের মন্তব্য করা হয়েছিল , তা দেশ কখনও ভুলতে পারে না । যখন এই আক্রমণ হয়েছিল , তখন স্বার্থপরতার রাজনীতি চলছিল । তিনি বলেন , "গত কয়েকদিনে প্রতিবেশী দেশ থেকে যে খবর প্রকাশ পাচ্ছে ... যেভাবে তাদের সাংসদ হামলার বিষয়টি স্বীকার করেছে, তাতে প্রকৃত চেহারাটি প্রকাশ পেয়েছে (যারা আক্রমণ অস্বীকার করেছে ) । রাজনৈতিক স্বার্থের জন্য তাদের এই ধরনের কাজ প্রকাশ পাচ্ছে । পুলওয়ামা হামলার পরের রাজনীতি তার এক বিশাল উদাহরণ । "

প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে দেশের সুরক্ষার স্বার্থে এই জাতীয় রাজনীতিতে জড়িত না হওয়ার এবং শত্রুদের স্বার্থে কাজ না করার আবেদন জানিয়েছেন । তিনি বলেন ,"আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে , সবার আগে রয়েছে দেশের স্বার্থ । যখন আমরা সকলের স্বার্থে কাজ করব , তবেই দেশের উন্নতি হবে ।"

এই বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা আক্রমণের প্রথম বার্ষিকীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি BJP-কে টার্গেট করেছিলেন । ক্ষমতাসীন দলকে তিনি প্রশ্ন করেছিলেন "আক্রমণ থেকে সবচেয়ে বেশি কে উপকৃত হয়েছে? " এই হামলার তদন্তের ফলাফল সম্পর্কেও জানতে চেয়েছিলেন তিনি ।

এরপর বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছিলেন, "হামনে হিন্দুস্তান কো ঘুস কে মারা (আমরা ভারতে ঢুকে মেরে এসেছি) "। যদিও পরে তিনি দাবি করেছিলেন , তাঁর বক্তব্যটির "ভুল ব্যাখ্যা করা হয়েছে"। " তিনি বলেছিলেন , পাকিস্তান কোনও সন্ত্রাসের অনুমতি দেয় না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল ।"

মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই কংগ্রেসকে তার মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চাইতে বলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

এদিকে, আজ গুজরাত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী মোদি গুজরাতের বেশ কয়েকটি জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন । পাশাপাশি , কেভাডিয়ার স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে আহমেদাবাদের সবরমতী নদী পর্যন্ত সি-প্লেন পরিষেবারও সূচনা করবেন ।

Last Updated : Oct 31, 2020, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details