পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পরবর্তী বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করবে ভারত, দাবি মোদির - ভার্চুয়াল ইভেন্ট

ইন্ডিয়া গ্লোবাল উইক 2020-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত যেকোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম , তা সামাজিকই হোক বা অর্থনৈতিক ৷

PM Modi
PM Modi

By

Published : Jul 9, 2020, 5:51 PM IST

Updated : Jul 9, 2020, 5:57 PM IST

দিল্লি, 9 জুলাই: কোরোনা ভাইরাস প্যানডেমিকে জনসাধারণের স্বাস্থ্যের পাশাপাশি অর্থনীতির স্বাস্থ্যের দিকেও নজর রাখছে ভারত ৷ ইন্ডিয়া গ্লোবাল উইক 2020-র উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত ইতিমধ্যেই অর্থনীতির উন্নয়নের সবুজ সংকেত দেখছে ৷

তিনদিনের এই ভার্চুয়াল ইভেন্টের উদ্বোধন করে তিনি বলেন, ‘‘বিশ্ব সংস্থাগুলিকে ভারতে এসে বাণিজ্য করার জন্য লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হচ্ছে ৷ বর্তমান পরিস্থিতিতে ভারত যেই সুযোগ দিচ্ছে, খুব কম দেশই এমন প্রস্তাব দেবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ভারতীয়রা এমনিতেই সংস্কারক ৷ ইতিহাসে প্রমাণ রয়েছে যে ভারত যেকোনও চ্যালেঞ্জই অতিক্রম করেছে, তা সামাজিক হোক কিংবা অর্থনৈতিক ৷ শক্ত হাতে এই প্যানডেমিকের বিরুদ্ধে লড়ছে ভারত ৷ সাধারণ মানুষের স্বাস্থ্যের পাশাপাশি দেশের অর্থনীতির স্বাস্থ্যের উপরও নজর রাখা হচ্ছে ৷ ভারতীয়দের অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রয়েছে ৷ ’’

কোরোনা পরিস্থিতিতে তিনি ভারতীয় ওষুধ শিল্পের প্রশংসা করে বলেন, ‘‘এই প্যানডেমিকের ফলে আরও একবার প্রমাণিত হল ভারতের ওষুধ শিল্প কেবল দেশের নয়, সমগ্র বিশ্বের সম্পদ ৷ ওষুধের মূল্য হ্রাস করায়, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে ভারত কার্যকরী ভূমিকা পালন করছে ৷ বিশ্বজুড়ে শিশুদের টীকার দুই তৃতীয়াংশই ভারতে উৎপন্ন হয় ৷ বর্তমানেও কোভিড-19-র ভ্যাকসিন তৈরিতে ভারতের সংস্থাগুলি বিশেষ ভূমিকা পালন করছে ৷ আমি নিশ্চিত যে ভ্যাকসিন প্রস্তুতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ ’’

আজকের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রেলমন্ত্রী পিযূষ গোয়েল, ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাগ্গি বাসুদেব এবং ধর্মীয় গুরু শ্রী শ্রী রবিশঙ্কর ৷

Last Updated : Jul 9, 2020, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details