পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বার সাহিব গুরদ্বারে মোদি, উদ্বোধন করবেন কারতারপুর করিডরের

আজ কারতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তিনি সুলতানপুর লোধির বার সাহিব গুরুদ্বারে পৌঁছে গেছেন । সেখানে মাথা ঠেকিয়ে প্রার্থনাও করেন মোদি ।

নরেন্দ্র মোদি

By

Published : Nov 9, 2019, 10:41 AM IST

গুরুদাসপুর (পঞ্জাব), 9 নভেম্বর : গুরু নানক দেবের 550তম জন্মবার্ষিকীর তিন দিন আগে আজ কারতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তিনি সুলতানপুর লোধির বার সাহিব গুরুদ্বারে পৌঁছে গেছেন । সেখানে মাথা ঠেকিয়ে প্রার্থনাও করেন মোদি । অন্যদিকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তের ওপারে পাকিস্তান কারতারপুর করিডরের উদ্বোধন করবেন ।

উদ্বোধনের পর পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবে 550 জনের তীর্থযাত্রীর প্রথম দল যাবে । এই দলে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কউর বাদল । তীর্থযাত্রীদের এই দলে থাকছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুও । অনেক বিতর্কের পর বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে তাঁকে করতরপুর করিডরের উদ্বোধনে যাওয়ার অনুমতি দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী একটি প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করবেন । এখান থেকে ছাড়পত্র পাওয়ার পরই কারতারপুর করিডরে প্রবেশ করতে পারবেন তীর্থযাত্রীরা । 4.5 কিমি দীর্ঘ এই করিডরটির পঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক মন্দিরের সঙ্গে করতরপুরের দরবার সাহিবকে যুক্ত করে । কারতারপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে চার কিমি দূরত্বে পাকিস্তান অধিকৃত পঞ্জাবের নরওয়াল জেলায় অবস্থিত । এখানেই গুরু নানক দেব তাঁর জীবনের 18 বছর অতিবাহিত করেছেন বলে বিশ্বাস ভক্তদের ।

ABOUT THE AUTHOR

...view details