দিল্লি, 17 এপ্রিল : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় RBI গভর্নরের সাংবাদিক বৈঠকের পরই রিজ়ার্ভ ব্যাঙ্কের গৃহীত পদক্ষেপের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, ‘‘RBI-র ঘোষণার ফলে উপকৃত হবে সমাজের গরিব মানুষ এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ৷’’
RBI-র প্যাকেজের প্রশংসায় টুইট প্রধানমন্ত্রীর - Repo rate
আজ সকাল 10টায় সাংবাদিক বৈঠক করেন RBI গভর্নর শক্তিকান্ত দাস ৷ কোরোনা ভাইরাসের জেরে লকডাউন হওয়ায় দেশের অর্থনীতি যে বিপুল ক্ষতির মুখে পড়েছে, তা সামাল দিতে 50 হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন তিনি ৷ RBI-র এই পদক্ষেপের প্রশংসা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
লকডাউনের ফলে থমকে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি ৷ এই পরিস্থিতিতে দেশের নড়বড়ে অর্থনীতিতে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে নানা পদক্ষেপ নিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ আজ সকাল 10টায় সাংবাদিক বৈঠকে RBI গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন 50 হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ৷ এছাড়া অপরিবর্তিত রাখা হয় রেপো রেট ৷ 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে রিসার্ভ রেপো রেট ৷
বিশ্ব অর্থনীতির কঠিন সংকটময় পরিস্থিতিতে দাড়িয়ে জি-20 দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সবচেয়ে ভালো বলে দাবি করেন তিনি ৷ শক্তিকান্ত দাসের এই ঘোষ৷ণার পরই প্রধানমন্ত্রী টুইট করে RBI-র এই পদক্ষেপের প্রশংসা করে লেখেন ‘‘ আজকের ঘোষণায় দেশের ছোটো ব্যবসা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধা হবে ৷ উপকৃত হবে কৃষক ও দরিদ্র মানুষ ৷’’