পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেশুভাই প্যাটেলকে শ্রদ্ধাজ্ঞাপন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর - PM Narendra Modi pays last tribute to Keshubhai Patel, Former Chief Minister of Gujarat, at the latter's residence in Gandhinagar.

বিমান থেকে তিনি সোজা চলে যান গুজরাতের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের বাসভবনে ৷ সেখানে তাঁর ছবি মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷

PM Narendra Modi pays last tribute to Keshubhai Patel, Former Chief Minister of Gujarat, at the latter's residence in Gandhinagar.
গুজরাত সফরে প্রধানমন্ত্রী, কেশুভাই প্যাটেলের বাসভবনে শ্রদ্ধাজ্ঞাপন

By

Published : Oct 30, 2020, 12:13 PM IST

আহমেদাবাদ, 30 অক্টোবর : দু'দিনের সফরে গুজরাতে পৌঁছালেন প্রধানমন্ত্রী ৷ আজ সকাল 10 টা নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি ৷ সেখান থেকে চলে যান গান্ধিনগরে গুজরাতের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের বাসভবনে ৷ সেখানে তাঁর ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন ৷ দেখা করেন কেশুভাই প্যাটেলের ভাই নরেশ কানোরিয়া ও মহেশ কানোরিয়ার পরিবারের সঙ্গে ৷ মহেশ কানোরিয়া ছিলেন গুজরাতের BJP সাংসদ ও সংগীতশিল্পী ৷ নরেশ কানোরিয়া ছিলেন একজন অভিনেতা ৷

দীর্ঘ রোগভোগের পর গতকাল মারা যান কেশুভাই প্যাটেল । তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি টুইটারে লেখেন, তিনি - সহ বহু অল্পবয়সি কর্মীর মেন্টর ছিলেন কেশুভাই প্যাটেল ।

এদিকে প্রধানমন্ত্রীর কেভাডিয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে ৷ প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই প্রথম নিজের রাজ্যে সফরে গেলেন প্রধানমন্ত্রী । কেভাডিয়ার কাছেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি । সেখানে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন ।

For All Latest Updates

TAGGED:

MODI

ABOUT THE AUTHOR

...view details