দিল্লি, 2 নভেম্বর : তিনদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগ দেবেন ASEAN (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এসিয়ান নেশনস), পূর্ব এশিয়া ও RCEP (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ )-র শীর্ষ সম্মেলনে ৷
ASEAN শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3 দিনের থাইল্যান্ড সফরে মোদি - ASEAN, পূর্ব এশিয়া ও RCEP -র শীর্ষ সম্মেলন
আজ তিনদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ASEAN, পূর্ব এশিয়া ও RCEP -র শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি ৷ সদস্য দেশগুলির মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করা, পারস্পরিক অর্থনৈতিক অবস্থা মজবুত করাই এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য ৷
ছবি
থাইল্যান্ড সফরের কর্মসূচি :
- প্রথমদিন, থাইল্যান্ডে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর গুরু নানকের 550তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মারক মুদ্রা প্রকাশ করবেন ৷ পাশাপাশি তামিল ভাষার অন্যতম সৃষ্টি তিরুক্কুরালের থাই অনুবাদ প্রকাশ করবেন তিনি ৷
- গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রক সচিব বিজয় ঠাকুর সিং বলেন," এই শীর্ষ সম্মেলনর অন্যতম অঙ্গ কূটনৈতিক পর্যালোচনা ৷ 3 নভেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চার সঙ্গে 16তম ASEAN সামিটে যোগ দেবেন ৷ এটি নরেন্দ্র মোদির সপ্তম ভারত-ASEAN শীর্ষ সম্মলেন ও ষষ্ঠ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ৷"
- ভারত ও ASEAN-র সদস্য দেশগুলির সম্পর্ক দৃঢ় করতে এই সম্মেলন খুব গুরুত্বপূর্ণ ৷ ইতিমধ্যে কেন্দ্রের তরফে ASEAN-র সদস্য দেশগুলির গবেষণারত ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া শুরু হয়েছে৷ উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার বিষয়ে সদস্য দেশগুলির মধ্যে আলোচনা হতে পারে ৷ এই কর্মসূচিতে প্রায় 300 কোটি টাকার স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷
- সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ও CMLV প্রশিক্ষণ ( কাম্বোডিয়া,মায়ানমার, লাওস ও ভিয়েতনাম) কেন্দ্র স্থাপনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ভারত ৷ যার বাজেট প্রায় 8.6 মার্কিন ডলার ৷
- বিদেশমন্ত্রক সচিব জানিয়েছেন, জল, স্থল,আকাশপথ হোক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করা, পারস্পরিক অর্থনৈতিক অবস্থা আরও মজবুত করাই ASEAN সম্মেলনের মূল লক্ষ্য ৷
- 3 নভেম্বর দুপুরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্য দেশগুলির প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মোদি ৷ তারপর সারা বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলির মধ্য উন্নয়নের স্থিতাবস্থা নিয়ে চলবে আলোচনা ৷
- 14 তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ৷ এই সম্মেলনের মূল লক্ষ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে পূর্ব এশিয়ার দেশগুলির পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতের কর্মসূচিগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ৷
- পাশাপাশি RCEP শীর্ষ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ৷ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর করার কথা রয়েছে ৷ 4 নভেম্বর দেশে ফিরবেন তিনি৷ তবে RCEP নিয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস৷ কারণ এই সম্মেলনে কয়েকটি চুক্তির ফলে চিনের লাভবান হওয়ার কথা ৷ এর ফলে দেশের বাজারে আরও বেশি করে চিনা দ্রব্য ছেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই ৷
Last Updated : Nov 2, 2019, 9:23 AM IST