দিল্লি, 16 অক্টোবর : ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) প্রতিষ্ঠা দিবসে নিরাপত্তা কর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
NSG-র প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর - ন্যাশনাল সিকিউরিটি গার্ড
"ভারতকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে NSG-র প্রচেষ্টায় গর্বিত দেশবাসী ", টুইটবার্তা প্রধানমন্ত্রীর ।
Narendra Modi
একটি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, "শুভেচ্ছা জানাই NSG-র ব্ল্যাক ক্যাট কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের । দেশের সুরক্ষায় NSG একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এখানে চূড়ান্ত সাহস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হয় । ভারতকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে NSG-র প্রচেষ্টায় গর্বিত দেশবাসী ।"
এটি একটি কেন্দ্রীয় সংস্থা । সন্ত্রাসবাদ দমন, সন্ত্রাসবাদীদের খতম করার লক্ষ্যে কাজ করে এই সংস্থা । মূলত ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হলে তখন এই বাহিনীকে কাজে লাগানো হয় ।