দিল্লি, ৮ ফেব্রুয়ারি : ফের রাফাল প্রসঙ্গে সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। প্রতিরক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট তুলে ধরে তিনি বলেন, "প্রধানমন্ত্রী ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন। এই ৩০ হাজার কোটি টাকা বায়ুসেনার।" গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে রাফাল নিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধিকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্যের পালটা আজ সাংবাদিক বৈঠক করে রাহুল বলেন, "রাফালের টাকা মোদিজি অনিল আম্বানিকে দিয়েছেন।"
রাফাল চুক্তিতে মোদির হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, "মোদি কি একইসঙ্গে চোর এবং চৌকিদার? চুক্তিতে মোদি আলাদাভাবে দরাদরি চালান। আলাদাভাবে দরাদরিতে আপত্তি ছিল প্রতিরক্ষামন্ত্রকের। মোদি সমান্তরাল দরাদরি চালাচ্ছিলেন।" এরপর তিনি বলেন, "সুপ্রিম কোর্টকে সরকার মিথ্যা বলেছে। পুরো বিচারটা এখন প্রশ্নের মুখে। মিথ্যা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনও।"
তিনি আরও বলেন, "PMO এমন করবে এটা কাম্য নয়, জানিয়েছিল প্রতিমন্ত্রক। প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁকে কেন চোর বলছেন। কেন প্রতিরক্ষামন্ত্রক চোর বলছে। রাফাল দুর্নীতিতে এখন দিনের আলোর মতোই স্পষ্ট যে মোদি প্রতিরক্ষামন্ত্রকের থেকেও টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী আলাদা তদন্ত চালিয়েছিলেন অনিল আম্বানির কথা ভেবে। মোদির দরাদরিতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।"
তবে এই সব কথা উড়িয়ে পালটা প্রতিরক্ষা মন্ত্রকের সচিব অভিযোগ করেন, রাফালের দামে প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আপত্তি ছিল না। তবে চুক্তির শর্ত নিয়ে কিছু আপত্তি ছিল।" আজ এই নিয়ে উত্তাল সংসদ। "চৌকিদার চোর হ্যায়" প্ল্যাকার্ড হাতে সংসদে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
অন্যদিকে, মনোহর পর্রিকর প্রসঙ্গে তুলে রাহুল বলেন, "পর্রিকরজির সাথে আমি দেখা করি। কিন্তু তাঁর শরীর ভালো ছিল না তাই আমি রাফাল নিয়ে কোনও কথা বলিনি। ওটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল।"