দিল্লি, 27 জুলাই : সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের 82 তম উত্থান দিবসে আধিকারিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি টুইটারে লেখেন, "CRPF আমাদের দেশকে সুরক্ষিত রাখতে সামনের সারিতে রয়েছে ৷"
প্রধানমন্ত্রীর টুইটবার্তা, "CRPF-এর সমস্ত আধিকারিকদের 82 তম উত্থান দিবসের শুভেচ্ছা ৷ CRPF আমাদের দেশকে সুরক্ষিত রাখতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে ৷ এই বাহিনীর সাহস ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত ৷ আগামী বছরগুলিতে CRPF আরও উচ্চতায় উঠুক সেই কামনা করি ৷"