পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লেহ-তে নরেন্দ্র মোদি

modi
modi

By

Published : Jul 3, 2020, 10:05 AM IST

Updated : Jul 3, 2020, 12:08 PM IST

12:03 July 03

লেহ-তে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সঙ্গে রয়েছেন CDS বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাভানে ।

আজ ভোরে লেহ-তে পৌঁছান প্রধানমন্ত্রী

10:04 July 03

লাদাখে জওয়ানদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী

লেহ, 3 জুলাই : লেহ-তে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিন-ভারত সংঘর্ষ আবহে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি । তাঁর সঙ্গে রয়েছেন CDS বিপিন রাওয়াত ।

সূত্রের খবর, আজ ভোরেই লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী ।  আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন । তাঁদের সঙ্গে কথা বলেন । বায়ুসেনা, ITBP-র সঙ্গে কথা বলেন মোদি । সেনা আধিকারিকরা পরিস্থিতির কথা জানান তাঁকে । প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে । CDS  বিপিন রাওয়াত পূর্ব লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেবেন প্রধানমন্ত্রীকে । 

প্রায় সাত সপ্তাহ ধরে উত্তপ্ত চিন-ভারত সীমান্ত । হিংসাত্মক সংঘর্ষ  বাধে 15 জুন । দুই দেশের সেনা সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হন । এরপরই পরিস্থিতি আরও ঘোরালো হয় ।  

23 এবং 24 জুন পূর্ব লাদাখে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে । সেখানে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি । সীমান্তে সবরকমভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত । এইদিকে ভারতে চিনের 59টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয় । তার মধ্যে টিকটক, UC ব্রাউজ়ারের মতো জনপ্রিয় মোবাইল অ্যাপও রয়েছে ।  

আজ লাদাখ যাওয়ার পরিকল্পনা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । তাঁর সঙ্গে সেনাপ্রধানেরও যাওয়ারও পরিকল্পনা ছিল । কিন্তু গতকাল সেই পূর্ববর্তী সফর পরিকল্পনায় পরিবর্তন হয় । সরকারি সূত্রে জানানো  হয়, খুব শীঘ্রই লাদাখ সফরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী । 

Last Updated : Jul 3, 2020, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details