পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রীকে দ্রুততার সঙ্গে কাজের পরামর্শ রাহুলের - নরেন্দ্র মোদি

কোরোনা পরীক্ষার সংখ্যাবৃদ্ধিতে বিভিন্ন বাধা সরিয়ে প্রধানমন্ত্রীকে দ্রুততার সঙ্গে কাজ করার পরামর্শ দিলেন রাহুল গান্ধি ।

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

By

Published : Apr 26, 2020, 6:01 PM IST

দিল্লি, 26 এপ্রিল : সব বাধা সরিয়ে দেশে কোরোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে এমনই টুইট করলেন তিনি ।

রাহুল গান্ধি টুইট করেন, "বিশেষজ্ঞরা একমত যে, মাস ব়্যান্ডম টেস্টিংই কোরোনা মোকাবিলার মূল চাবিকাঠি ।" ভারতে বর্তমানে প্রতিদিন 40 হাজার থেকে এক লাখ কোরোনা পরীক্ষা হচ্ছে । তবে, এর গতি বাড়াতে হবে বলে মনে করছেন রাহুল গান্ধি । তিনি লেখেন, দেশে কোরোনা পরীক্ষার গতি বাড়ানোর সামনে বাধা এসে দাঁড়াট্ঠে । তবে, "এই পরীক্ষার জন্য দেশে ইতিমধ্যে পর্যাপ্ত কিট মজুত রয়েছে ।"

তিনি আরও লেখেন, "প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে কাজ করা প্রয়োজন এবং এই বাধা দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন ।" এর আগেও কংগ্রেসের তরফে কেন্দ্রের কাছে ব়্যান্ডম পরীক্ষা করার সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details