পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবারও নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন তাঁর পাকিস্তানি বোন - PM sister sent rakhi to him

রাখি বন্ধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন তাঁর পাকিস্তানি বোন কামার মহসিন শেখ । শুধু রাখি পাঠানোই নয়, প্রধানমন্ত্রী যেভাবে কোরোনা পরিস্থিতি সামলাচ্ছেন তারও প্রশংসা করেন তিনি ।

rakhi
caমোদিকে রাখি পাঠালেন পাকিস্তানি বোন

By

Published : Aug 1, 2020, 1:53 AM IST

Updated : Aug 1, 2020, 4:29 AM IST

দিল্লি, 1 অগাস্ট : এবারও অন্যথা হল না । পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রাখি পাঠালেন কামার মহসিন শেখ ।

কামার বলেন, "যদি সম্ভব হত তাহলে তিনি আমাকে নিশ্চয় ডাকতেন । কুরিয়ারের মাধ্যমে তাঁকে রাখি পাঠিয়েছি । সঙ্গে চিঠিও । তাঁর দীর্ঘায়ু কামনি করি । এভাবেই যেন তিনি কাজ করে যান । আল্লাহর কাছে তাঁর সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি ।"

নরেন্দ্র মোদিকে পাঠানো কামারের চিঠি

শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "আমার ধারণা রাখি বন্ধনের দিন তিনি ভিডিয়ো কলে আমার সঙ্গে কথা বলবেন ।" তিনি আরও বলেন, "একজন বোন শুধু তাঁর ভাইয়ের সুস্থ জীবন কামনা করতে পারে এবং ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারে । কিন্তু এবার পরিস্থিতি পালটেছে । এবার কোরোনা সংক্রমণের জেরে আমি রাখি বাঁধতে পারব না । তিনি মানুষের জন্য ভালো কাজ করে যান আমি সেই প্রার্থনাই করি । মানুষ তাঁকে আশীর্বাদ করবে ।"

শুধু সুস্থ জীবন কামনাই করেননি, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেভাবে কোরোনা পরিস্থিতি সামলাচ্ছেন তারও প্রশংসা করেছেন কামার । বলেন, "কোরোনা সংক্রমণের এই কঠিন পরিস্থিতি তিনি ভালোভাবেই সামলেছেন । তিনি যদি সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতেন তাহলে বাস্তব পরিস্থিতিটা একেবারেই আলাদা হত ।"

শুধু রাখি ও চিঠিই নয় । গরেন্দর প্যাটেলের লেখা "কামার জাহান" বইটিও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি ।

Last Updated : Aug 1, 2020, 4:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details