পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাতির পিঠে চেপে কোরোনা সচেতনায় প্রচারে নরেন্দ্র মোদি ? - নরেন্দ্র মোদির মতো হুবহু দেখতে এক ব্যক্তি প্রচারে

কোরোনা সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এবং লকডাউন কার্যকর করার পরামর্শ দিতে গতকাল রাস্তায় নামেন নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তি ।

ছবি
ছবি

By

Published : May 2, 2020, 10:44 AM IST

সমস্তিপুর (বিহার), 2 মে : হাতিতে বসে প্রচারে নরেন্দ্র মোদি ! ঘুরে বেড়াচ্ছেন সমস্তিপুরের এদিক সেদিক । এই পরিস্থিতিতে কী করে তা সম্ভব ? ঠিক দেখা যাচ্ছে তো ? এমনই সব প্রশ্ন মাথায় ঘুরতে ঘুরতেই হাতি সামনে এলে পরিষ্কার হয় বিষয়টি। দেখা যায়, নরেন্দ্র মোদি নন, তাঁর মতো দেখতে এক ব্যক্তি । ভোট নয়, কোরোনা সচেতনতায় প্রচারে বেরিয়েছেন তিনি । হাতির গায়েও বড় বড় করে লেখা বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন ।

নরেন্দ্র মোদির মতো হুবহু দেখতে ওই ব্যক্তি । দূর থেকে দেখলে বোঝা মুশকিল তিনি আদতে দেশের প্রধানমন্ত্রী নন । একইরকম পোশাক, চুল ও মুখের আদল । ভূপেন্দ্র যাদব নামে ওই ব্যক্তি স্থানীয় কাপুরি কলেজের অধ্যাপক । কোরোনা সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এবং লকডাউন কার্যকর করার পরামর্শ দিতে গতকাল রাস্তায় নামেন তিনি । বিহারের মথুরাপুর ঘাট থেকে ঘুরে সমস্তিপুরে পৌঁছান । সমস্তিপুরে তাঁকে দেখে চমকে যান মানুষজন ।

কীভাবে মাথায় এল এই প্রচারের ভাবনা ? প্রচারের আয়োজক মহেন্দ্র প্রধান বলেন, "প্রধানমন্ত্রীর মতো দেখতে কেউ মানুষকে সচেতনার বার্তা দিচ্ছেন, এটা মানুষকে একটু হলেও সচেতন করবে । ভাবাবে । এই ভেবেই এমন প্রচারের পরিকল্পনা । আর আমি মনে করি, এই ধরনের প্রচার রোজ হওয়া উচিত, যাতে প্রত্যেকে সচেতন হয় এবং কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য় করে । শুধু গ্রামে বা শহরে নয়, এমন প্রচার বাজারেও হওয়া উচিত । যাতে সেখানকার মানুষও বোঝে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে ।"

ABOUT THE AUTHOR

...view details