পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সঙ্গে পরীক্ষা পে চর্চা, থাকছে 2 হাজার পড়ুয়া - কেন্দ্রীয় বিদ্যালয়

এবারের পরীক্ষা পে চর্চা পরিচালনার দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা । অনুষ্ঠানে থাকবে প্রায় 2000 পড়ুয়া । থাকবেন শিক্ষক ও অভিভাবকরাও ।

Parkisha Pe Charcha
ফাইল ছবি

By

Published : Jan 20, 2020, 8:04 AM IST

দিল্লি, 20 জানুয়ারি : পরীক্ষা পে চর্চা ৷ আজ দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । এই নিয়ে তৃতীয়বার আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান ৷ আজ বেলা 11 টা নাগাদ রাজধানীর তালকাটোরা স্টেডিয়ামে নরেন্দ্র মোদির মুখোমুখি হচ্ছে পড়ুয়ারা ৷

আজকের এই অনুষ্ঠানে নির্বাচিত কিছু স্কুলপড়ুয়ার সঙ্গে আলোচনা করবেন নরেন্দ্র মোদি । কীভাবে পরীক্ষার চাপ থেকে হালকা রাখা যায় নিজেকে, সেই নিয়েই কথা বলবেন তিনি । এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2000 পড়ুয়া অংশগ্রহণ করার কথা ।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে এক অণু-রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । এই প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া 1050 জন আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে ৷

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে ভারত সফরে আসতে পারেন ট্রাম্প

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছিল, এবারের অনুষ্ঠানটিকে আরও বেশি পড়ুয়াকেন্দ্রিক করে তোলার জন্য, এক ঘণ্টার এই অনুষ্ঠানের মূল ভূমিকায় রাখা হচ্ছে পড়ুয়াদেরই । অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা ৷

ABOUT THE AUTHOR

...view details