দিল্লি, 10 অগাস্ট : সংকটের সময় শান্ত থাকেন মোদি । মত 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর সঞ্চালক বিয়ার গ্রিলসের । সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিলস বলেন, "দেশের প্রধানমন্ত্রী হয়ে, একজন বিশ্বনেতা হয়েও সব পরিস্থিতিতে শান্ত থাকেন নরেন্দ্র মোদি । তিনি জিম কর্বেট পার্কের দুর্গম পথ, জঙ্গল, বাজে আবহাওয়া সব কিছুকে জয় করেন ।"
প্রসঙ্গত ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর একটি বিশেষ এপিসোডে বিয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদিকে দেখা যাবে । এপিসোডটি 12 তারিখ সম্প্রচারিত হবে । তার আগে সামনে আসে এপিসোডটির কিছু টিজ়ার ।
মোদি প্রসঙ্গে গ্রিলস বলেন, "আমরা প্রায়ই পোডিয়ামের পিছনে রাজনীতিবিদদের সুট পরে দেখি । সেখানে তাঁদের স্মার্ট দেখায় । কিন্তু জঙ্গলে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা । আপনি যত বড় নেতাই হন, জঙ্গলে তাতে কিছু এসে যায় না । আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে থাকাকালীন মুষলধারে বৃষ্টি হয় । আমাদের ক্যামেরাম্যানরা সেই অবস্থায় খেই হারিয়ে ফেললেও প্রধানমন্ত্রী খুব শান্ত ছিলেন । পুরো যাত্রা তিনি খুব শান্ত ছিলেন ।"
উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে অনুষ্ঠানের শুটিং । ন্যাশনাল পার্কের বন্যপ্রাণীদের সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেন, "এখানে বিপদ নেই । আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে যাই, তখনই বিপদের সূত্রপাত হয় । মানুষও বিপজ্জনক হয়ে ওঠে । আমরা যদি প্রকৃতির সঙ্গে সহযোগিতা করি তাহলে প্রকৃতিও আমাদের সঙ্গে থাকবে ।"
গ্রিলসকে মোদি আরও জানান, কিশোর অবস্থায় তিনি বাড়ি ছেড়েছিলেন । ঘর ছাড়ার পর বেশ কিছুটা সময় হিমালয় অঞ্চলে কাটিয়েছিলেন তিনি । যা শুনে বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য গ্রিলস তাঁকে একটি অস্ত্র বানিয়ে দেন । বাঘের সামনে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সেই কৌশলও ভারতের প্রধানমন্ত্রীকে শেখান গ্রিলস । কিন্তু মোদি জানান, তাঁর সংস্কৃতি তাঁকে কারও প্রাণ নিতে শেখায়নি । কিন্তু এই অস্ত্র গ্রিলস তাঁকে তৈরি করে দিয়েছেন, তাই তিনি সেটি নিজের কাছেই রাখবেন ।