পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার মোদির - পাকিস্তানের আকাশসীমা

বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই প্রথমবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ফ্রান্স, বাহরিন ও UAE সফরে রওনা দেন প্রধানমন্ত্রী । ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাঁর বিমান ।

ফ্রান্স রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Aug 22, 2019, 5:50 PM IST

Updated : Aug 22, 2019, 5:57 PM IST

দিল্লি, 22 অগাস্ট : বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই প্রথমবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ফ্রান্স, বাহরিন ও UAE সফরে রওনা দেন প্রধানমন্ত্রী । ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাঁর বিমান ।

পুলওয়ামা হামলার পর 26 ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় । এরপরই আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান । পরবর্তীকালে আন্তর্জাতিক কূটনীতিতে বড় সাফল্য আসে ভারতের । জইশ-ই-মহম্মদ জঙ্গি মাসুদ আজ়হারকে কালোতালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ।

তিন দেশ সফরের প্রথমে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । কাল সফরের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহি রওনা হবেন । শনিবার মোদি বাহরিনে যাবেন । পরে G-৭ সম্মেলনে যোগ দিতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে থাকবেন ।

Last Updated : Aug 22, 2019, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details