দিল্লি, 6 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । লোকসভায় আজ পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । বিলটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা । সংসদের আজকের অধিবেশন শেষ হতেই বিলটি পাশ হওয়াকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী । জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, "সাহস ও ধৈর্যের জন্য আমি আমার জম্মু ও কাশ্মীর ও লাদাখের ভাই-বোনেদের স্যালুট জানাই । নিজেদের কায়েমি স্বার্থরক্ষার্থে কিছু সংগঠন মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করেছে । কিন্তু, কখনই সেখানকার মানুষের উন্নয়ন করেনি । জম্মু ও কাশ্মীর এখন বেড়িমুক্ত । একটা নতুন ভোর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ।"
পাশাপাশি তিনি লেখেন, "এবার আমরা এক সঙ্গে উঠে দাঁড়াব । একসঙ্গে 130 কোটি ভারতীয় নিজেদের স্বপ্ন পূরণ করব । বিপুল সমর্থনের সঙ্গে 370 ধারা প্রত্যাহারের এই ঘটনাটি ভারতীয় সংসদীয় গণতন্ত্রে একটি স্মরণীয় মুহূর্ত ।"