দিল্লি, 2 জুন : ভারত-চিন সীমান্তে ক্রমবর্ধমানসমস্যা নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্প । বাড়িয়ে দিয়েছিলেন মধ্যস্থতার হাত । আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবেসমস্যা মেটানোর ইঙ্গিতও দিয়েছিল ভারত । তবুও নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পবৈঠকের দিকে তাকিয়ে ছিলেন কূটনীতিকরা । আজ সেই জল্পনাকেই খানিকটা উসকে দিল মোদি-ট্রাম্পের ফোন-আলাপ । কথা হল ফ্লয়েড মৃত্যু নিয়েও ।
আজসরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি ঘটা একাধিক ইশু নিয়ে ফোনেনরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে । উঠে এসেছে লাদাখে ভারত-চিনসীমান্ত সমস্যাও । তবে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি এইবিবৃতিতে । উল্লেখ্য দিন কয়েক আগে অ্যামেরিকার হাউজ় অব রিপ্রেজেন্টেটিভসের ফরেনঅ্যাফেয়ার্স কমিটির প্রধান ইলিয়ট অ্যাঞ্জেলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ।বলেছিলেন, চিনকে আমার আবেদন, যেনকূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা হয় । এর মাঝেই প্রেসিডেন্টটুইট করে বলেছিলেন, "অ্যামেরিকা, ভারত ও চিনের বর্তমান সীমান্ত পরিস্থিতির মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম ।" এরপরই ভারতও চিনের বিদেশ মন্ত্রক সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনার কথা বলেছিল । তবেভারত-চিন সীমান্তের সমস্যায় অ্যামেরিকা যে ভারতের পাশে রয়েছে, আজকের আলোচনায় আরও একবার সেই ইঙ্গিতমিলল ।