পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নজরে মুক্ত বাণিজ্য়, আজ ভারত-ইউরোপ ভার্চুয়াল বার্ষিক সম্মেলনে মোদি - 14তম ভারত-EU সম্মেলন

ভারত-ইউরোপ বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ভারত-ইউরোপ বার্ষিক সম্মেলনে দুই দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা হবে । দুই দেশের ব্যবসা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে কন্ফারেন্সে ।

modi
modi

By

Published : Jul 15, 2020, 3:04 PM IST

দিল্লি, 15 জুলাই : ভারত-ইউরোপ বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিকেল সাড়ে চারটেয় এই 15 তম বার্ষিক সম্মেলনে তিনি ভার্চুয়ালি অংশ নেবেন । তিনি এই বিষয়ে টুইটে জানান ।

নরেন্দ্র মোদি লেখেন, "আজ বিকেল 4:30টায় ভারত-ইউরোপ বার্ষিক সম্মেলনে অংশ নেব । এই সম্মেলন ইউরোপের সঙ্গে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলে আমার বিশ্বাস । "

ভিডিয়ো কন্ফারেন্সে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । সম্মেলনে দুই দেশের অন্তর্বর্তীকালীন একাধিক বিষয়ে তাঁরা আলোচনা করবেন । দীর্ঘদিন অধরা রয়েছে মুক্ত-বাণিজ্যের চুক্তি । দুই দেশের এই চুক্তি EU ইন্ডিয়া ব্রোড-বেসড ট্রেড অ্যান্ড ইনভেসমেন্ট এগরিমেন্ট (BTIA) নামেও পরিচিত । আজ সম্মেলনে দুই পক্ষ এই বাণিজ্য চুক্তি নিয়েই কথা বলবে ।

বিদেশমন্ত্রকের তরফে বার্ষিক সম্মেলনের বিষয়ে আগেই কয়েকটি তথ্য প্রকাশ করা হয়েছিল । বিদেশমন্ত্রক জানায়, আজ ভারত-ইউরোপ বার্ষিক সম্মেলনে দুই দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা হবে । দুই দেশের ব্যবসা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে কন্ফারেন্সে । COVID-19 প্যানডেমিক এবং বিশ্বের সাম্প্রতিক একাধিক বিষয়েও সম্মেলনে আলোচনা করবে দুই পক্ষ ।

2016 সালের 6 অক্টোবর দিল্লিতে 14তম ভারত-EU সম্মেলন হয় । এরপর আজ 15 তম সম্মেলনে অংশ নিতে চলেছে ভারত । কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে এবার মার্চে প্রধানমন্ত্রীর ব্রাসেলস যাওয়া খারিজ হয় । আজ ভিডিয়ো কন্ফারেন্সেই আলোচনা করবেন দুই দেশের প্রতিনিধিরা ।

ABOUT THE AUTHOR

...view details