অযোধ্যা, 19 জুলাই : অগাস্টের 5 তারিখ শিল্যান্যাস হবে রামমন্দিরের । গতকাল রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয় । শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
5 অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী - রামমন্দিরের ভূমিপুজো
কেমন দেখতে হবে রামমন্দির ? কী কী থাকবে সেখানে ? সে বিষয়ে আলোচনা করতে গতকালই বৈঠক করে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ।
গতকাল বৈঠকে দু'টি দিন ঠিক করা হয়েছিল । রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়, 3 ও 5 তারিখ শিলান্যাসের জন্য ঠিক করা হয়েছে । পরে আজ 5 তারিখ শিলান্যাসের দিন হিসেবে ঘোষণা করা হয় ।
এবিষয়ে উত্তরপ্রদেশের BJP নেতা ও রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল জানান, এপ্রিলেই শিলান্যাসের কথা ছিল । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে তা পিছিয়ে যায় । যার ফলে কাজ শুরু করতে দেরি হল । ঠিক সময়ে শুরু হয়ে গেলে মন্দির তৈরি করতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে ।