দিল্লি, 9 সেপ্টেম্বর : কোরোনা প্যানডেমিকের জেরে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় । বাজারে মন্দার কারণে ধুঁকছে চাষিরাও । প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর বানাতে সমস্তরকম চেষ্টা করছেন । আগামীকাল তেমনই একটি যোজনা উদ্বোধন করতে চলেছেন । নাম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যাপ্লিকেশনও উদ্বাধন করবেন ।
PMMSY হল মৎস্য খাতে উন্নয়নের জন্য একটি যোজনা । এতে 2020-21 অর্থনৈতিক বর্ষ থেকে 2024-25 বর্ষের এই পাঁচ বছরে বাস্তবায়নের জন্য 20 হাজার 50 কোটি টাকার বিনিয়োগ রয়েছে । সামুদ্রিক ও আভ্যন্তরীণ সুবিধাভিত্তিক উন্নতির জন্য 12 হাজার 340 কোটি টাকা ও পরিকাঠামোর উন্নতির জন্য সাত হাজার 710 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে ।