পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর - lockdown

ফের কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী । আজ সকালে এই বৈঠক হবে ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Apr 26, 2020, 8:12 PM IST

Updated : Apr 27, 2020, 12:08 AM IST

দিল্লি, 26 এপ্রিল : আজ সকালে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা মোকাবিলায় ও দেশজুড়ে লকডাউনের বিষয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে । কোরোনা সংক্রমণের পর আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন মোদি ।

সূত্রের খবর, কোরোনা মোকাবিলার বিষয়ে আলোচনার পাশাপাশি 3 মে লকডাউনের মেয়াদ শেষের পর কীভাবে এর থেকে বেরোনো হবে তাও আলোচনা হতে পারে । কেন্দ্র ও রাজ্য সরকারগুলি অর্থনীতি বাড়ানোর জন্য ও ত্রাণ সরবরাহ করার জন্য বিভিন্ন ক্ষেত্রকে আসতে আসতে স্বাভাবিক করে চলেছে । তবে, কিছু রাজ্য 3 মে-র পরও লকডাউনের মেয়াদ বাড়াতে ইচ্ছেপ্রকাশ করেছে ।

প্রধানমন্ত্রী তাঁর রেডিয়ো শো 'মন কি বাত'-এ বলেন, দেশ যুদ্ধের মাঝখানে রয়েছে । ভবিষ্যতেও মানুষকে সচেতন ও সাবধানতা অবলম্বন করতে হবে । তিনি বলেন, "আমি সবাইকে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার অনুরোধ করব । অতি উৎসাহিত হয়ে আপনারা এটা ভাববেন না যে, আপনার শহর, গ্রাম, রাস্তায় বা অফিসে এখনও কোরোনা ভাইরাস পৌঁছায়নি মানে পৌঁছবে না । এই ধরনের ভুল কখনও করবেন না । বিশ্বের অভিজ্ঞতা আমাদের এই ক্ষেত্রে অনেক কিছু বলে ।"

লকডাউনের মধ্যেও বর্তমানে ছোটোখাটো দোকান, স্থানীয় বা পাড়ার দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু বিভিন্ন বাজার বা শপিং মলগুলি 3 মে পর্যন্ত বন্ধ থাকবে । শুক্রবার রাতে স্বারাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়, শপিং মলগুলি এখনও বন্ধই থাকবে ।

Last Updated : Apr 27, 2020, 12:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details