দিল্লি, 13 অক্টোবর : কারতারপুর করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল টুইট বার্তায় একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ৷ টুইটে তিনি লেখেন, গুরু নানকের আশীর্বাদে শেষমেশ কারতারপুর করিডরের দরজা খুলে যাচ্ছে ৷ 8 নভেম্বর ইতিহাস তৈরি হবে ৷ কারতারপুর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কারতারপুর করিডরের উদ্বোধন করবেন ৷ 3 অক্টোবর সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সাক্ষাতের পর অমরিন্দর জানিয়েছিলেন, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন ৷ পরে সে কথা টুইট করেও জানিয়েছিলেন অমরিন্দরের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল ৷ তিনি লেখেন, "শ্রী কারতারপুর গুরুদ্বারের প্রথম জাঠায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সুলতানপুরের লোধিতে মূল অনুষ্ঠানেও যাবেন তিনি ৷" এবার ঘটনায় নতুন মোড় ৷ গতকালই কেন্দ্রীয় মন্ত্রীর টুইট স্পষ্ট করে দিল, মনমোহন সিং নয় করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
টুইট বার্তায় হরসিমরত কউর বাদল আরও লেখেন, 72 বছর আগে কংগ্রেস ভুল করেছিল ৷ প্রধানমন্ত্রী সেই ভুল সংশোধন করেছেন ৷ নরেন্দ্র মোদিকে এই কাজে সক্ষম করতে ও আমাদের সংযুক্ত করার জন্য গুরু সাহেবের কাছে কৃতজ্ঞ ৷