দিল্লি, 11 নভেম্বর : বৃহস্পতিবার ASEAN সম্মেলনের সভা সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দশটি এশিয়ান দেশকে নিয়ে গঠিত এই সংগঠনের সভায় মূলত কোরোনা ভাইরাসের পর আর্থিক দুরবস্থা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে ৷ বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই সম্মেলনে ভারতের সঙ্গে ASEAN-র সদস্য়দের সম্পর্ক এবং সব দেশের যোগাযোগ ব্য়বস্থা, সামুদ্রিক যোগাযোগ, ব্য়বসা ও বাণিজ্য়, শিক্ষা নিয়ে আলোচনা হবে ৷
অ্য়াসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস বা ASEAN এর সদস্য় দেশগুলি ছাড়াও, ভারত, অ্যামেরিকা, চিন, জাপান ও অস্ট্রেলিয়া এই সংগঠনের আলোচনায় অংশ নেয় ৷ সেই সম্মেলনই বৃহস্পতিবার সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী ৷ এই সম্মেলনে লাদাখ এবং দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসী মনোভাব নিয়েও আলোচনা হতে পারে ৷ কারণ ASEAN-র অনেক দেশের সঙ্গেই চিনের জলসীমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে ৷ ফলে, এই বিষয়টি যে বৈঠকে উঠবে তা বলাই বাহুল্য় ৷