পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী দূরদৃষ্টিসম্পন্ন, বিশ্বমানের চিন্তা করেন ; প্রশংসা সুপ্রিম কোর্টের বিচারপতির - আন্তর্জাতিক জুডিশিয়াল কন্ফারেন্স

আন্তর্জাতিক জুডিশিয়াল কন্ফারেন্সে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ কুমার মিশ্র । অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন পর্বে বক্তব্য রাখেন তিনি । অরুণ মিশ্র বলেন, "আমরা বহুমুখী প্রতিভার অধিকারী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই । তিনি বিশ্বমানের চিন্তা করেন এবং স্থানীয় স্তরে তার প্রয়োগ করেন । আমাদের অনুপ্রেরণা দেন । "

narendra modi
narendra modi

By

Published : Feb 23, 2020, 6:27 AM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের অন্যতম বর্ষীয়ান বিচারপতি অরুণ মিশ্র । দূরদৃষ্টিসম্পন্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে দায়িত্ববান এবং সবথেকে বন্ধুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছে বলে মনে করেন তিনি । পাশাপাশি বলেন, "নরেন্দ্র মোদি বিশ্বমানের চিন্তা করেন এবং স্থানীয়স্তরে কাজ করেন ।"

দিল্লিতে ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্স ২০২০-র অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি অরুণ মিশ্র। সেখানে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আজ বিচারব্য়বস্থা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরেন। বলেন, "সদা পরিবর্তনশীল বিশ্বে বিচারব্যবস্থার তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।"

অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন পর্বে বক্তব্য রাখার সময় বিচারপতি বলেন, "আমরা বহুমুখী প্রতিভার অধিকারী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই । তিনি বিশ্বমানের চিন্তা করেন এবং স্থানীয়স্তরে কাজ করেন । তাঁর অনুপ্রেরণামূলক ভাষণ এই কনফারেন্সের কর্মসূচি ঠিক করে দিয়েছে।"

বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। বলেন, "আমরা শুধুমাত্র বর্তমানের কথা ভেবে নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেও আধুনিক পরিকাঠামোর দিকে চেয়ে আছি। বিচারব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে কারণ এটা গণতন্ত্রের মেরুদণ্ড। ভারত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় বদ্ধ পরিকর। এবং সন্ত্রাসমুক্ত হয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়তে নিবেদিত।"

প্রসঙ্গত, বিশ্বের ২০টির বেশি দেশের বিচারপতিরা এই কনফারেন্সে যোগ দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details