পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথম মোদি-বাইডেন কথা, "যৌথ অগ্রাধিকারে" জোর - NARENDRA MODI

বাইডেনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারত-আমেরিকার সম্পর্ক দৃঢ় করার কথা হয়েছে । নিজেই টুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

modi
modi

By

Published : Feb 9, 2021, 7:25 AM IST

দিল্লি , 9 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বার্তালাপে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক নির্দেশ ও যৌথ অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে নিজেই টুইট করে জানালেন মোদি ।

বাইডেনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ও ভারত-আমেরিকার সম্পর্ক দৃঢ় করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী । পর পর দু'টি টুইটে তাঁর ও বাইডেন-এর বার্তালাপের কথা জানান নরেন্দ্র মোদি ৷ টুইটে লেখেন, "অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে । তাঁর সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছি । আমরা আঞ্চলিক বিষয় ও যৌথ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি । জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক সঙ্গে লড়ার বিষয়ে সহমত হয়েছি। "

অপর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন ,"প্রেসিডেন্ট জো বাইডেন ও আমি নিয়মভিত্তিক আন্তর্জাতিক নির্দেশ মানতে বদ্ধপরিকর । আমরা আমাদের কৌশলগত সম্পর্ক মজবুত করে ইন্দো-প্যাসেফিক অঞ্চল ও অন্যত্র শান্তি ও নিরাপত্তা সুদৃঢ় করার দিকে নজর দেব । "

20 জানুয়ারি অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন । সেই সময় টুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভারত ও আমেরিকার সম্পর্ক মজবুত করার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি । এবার কথা বললেন সরাসরি ।

ABOUT THE AUTHOR

...view details