পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জো বাইডেনকে ফোন প্রধানমন্ত্রীর, একাধিক বিষয়ে আলোচনা - নরেন্দ্র মোদি

COVID-১৯ প্যানডেমিক, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

PM Modi speaks to Biden
PM Modi speaks to Biden

By

Published : Nov 18, 2020, 7:42 AM IST

দিল্লি, 18 নভেম্বর : অ্যামেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল তাঁকে অভিনন্দন জানিয়েছেন তিনি । পাশাপাশি ভারত-অ্যামেরিকা কৌশলগত সম্পর্কের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি ।

টুইটারে তাঁদের কথোপকথনের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "অ্যামেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে অভিনন্দন জানিয়েছি । আমরা ভারত-অ্যামেরিকার কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে আরও একবার অঙ্গীকারবদ্ধ হয়েছি । এবং COVID-১৯ প্যানডেমিক, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়েও আলোচনা করেছি ।"

আরও একটি টুইটে কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, "তাঁর এই সাফল্য ভারত-অ্যামেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করবে । ভারতীয়-অ্যামেরিকানদের গর্ব এবং অনুপ্রেরণা তিনি ।"

অ্যামেরিকার নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, আবারও দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি । ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-অ্যামেরিকা সম্পর্ক জোরদার করতে বাইডেনের অবদান অস্বীকার করা যায় না বলেও উল্লেখ করেছেন ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেনকে তাঁর নির্বাচনে জয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে একে "অ্যামেরিকার গণতান্ত্রিক ঐতিহ্যের শক্তি ও স্থিতিশীলতার প্রমাণ হিসেবে" বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী কমলা হ্যারিসকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । জো বাইডেনও পালটা ধন্যবাদ জানিয়েছেন তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details