দিল্লি, 25 নভেম্বর : প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে ৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ বর্ষীয়ান নেতার মৃত্যুতে সকাল থেকে টুইটারে শোক প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ কংগ্রেসে তাঁর আবদানের কথা প্রধানমন্ত্রীর গলায় ৷
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত ৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন ৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে ৷ ওঁর পুত্র ফৈজ়লের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ৷’’
তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল ৷ সেই প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, ‘‘ অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম ৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।’’