পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, বিশ্বস্ত সহকর্মীকে হারালাম; বললেন সোনিয়া - কংগ্রেস নেতা রাহুল গান্ধি

ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এহেন আহমেদ প্যাটেলের মৃত্যুতে বিশ্বস্ত সহকর্মীকে হারালাম বলে মন্তব্য করলেন সোনিয়া গান্ধি।

আহমেদ প্যাটেল
আহমেদ প্যাটেল

By

Published : Nov 25, 2020, 8:42 AM IST

দিল্লি, 25 নভেম্বর : প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে ৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ বর্ষীয়ান নেতার মৃত্যুতে সকাল থেকে টুইটারে শোক প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ কংগ্রেসে তাঁর আবদানের কথা প্রধানমন্ত্রীর গলায় ৷

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত ৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন ৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে ৷ ওঁর পুত্র ফৈজ়লের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ৷’’

তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল ৷ সেই প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, ‘‘ অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম ৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।’’

রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ এটা দুঃখের দিন ৷ আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেসের স্তম্ভ ৷ উনি কংগ্রেসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ৷ কঠিন থেকে কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন ৷ দলের মূল্যবান সম্পদ ছিলেন ৷ আমরা তাঁকে মিস করব ৷ ফৈজ়ল, মুমতাজ় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ’’

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও টুইটারে শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ আহমেদজি শুধুমাত্র একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ সহকর্মীই ছিলেন না যাঁর কাছে আমি সবসময় উপদেশ নিতে যেতাম, তিনি এমন একজন বন্ধু ছিলেন যিনি সর্বদা আমাদের পাশে দাঁড়াতেন, অবিচল থেকেছেন, অনুগত এবং নির্ভরযোগ্য ছিলেন ৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল ৷’’

এছাড়া একাধিক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, রণদীপ সিং সূরযেওয়ালা, সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভিরা শোক প্রকাশ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details