পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2 দিনের সফরে ভুটানে মোদি, স্বাক্ষরিত হবে 10টি MOU - ভুটান

দুদিনের সফরে আজ ভুটান পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে বিমানবন্দরে রিসিভ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে তাশেরিং ।  পারো আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় । প্রধানমন্ত্রী হওয়ার পর এনিয়ে মোদির এটি দ্বিতীয়বার ভুটান সফর ।

পারো বিমানবন্দরে মোদি

By

Published : Aug 17, 2019, 1:30 PM IST

Updated : Aug 17, 2019, 3:27 PM IST

পারো (ভুটান), 17 অগাস্ট : দুদিনের সফরে আজ ভুটান পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে বিমানবন্দরে রিসিভ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে তাশেরিং । পারো আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী হওয়ার পর এনিয়ে মোদির এটি দ্বিতীয়বার ভুটান সফর । রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, "ভারত-ভুটান সম্পর্ক নয়াদিল্লির 'প্রতিবেশী প্রথম' নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ । আমি আত্মবিশ্বাসী যে, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও উন্নত করবে ।"

থিম্পুতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে

সফরে মোদি ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিঙ্গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করবেন । পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন । তাঁর সফরের দ্বিতীয় দিন মোদির ভুটানের জাতীয় স্মৃতিসৌধ ছর্টনে যাওয়ার কথা রয়েছে । এছাড়া তিনি বৌদ্ধ বিহার তাসিছোডজং-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন । পরে ভুটানের রয়্যাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন । সফরকালে দুদেশের মধ্যে 10টি MOU স্বাক্ষরিত হওয়ার কথা । পাঁচটি প্রকল্পের উদ্বোধনও হবে বলে আশা করা হচ্ছে । তার মধ্যে রয়েছে মঙ্গদেচুতে জলবিদ্যুৎ কেন্দ্র এবং থিম্পুতে ISRO-নির্মিত আর্থ স্টেশন ।

Last Updated : Aug 17, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details