পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির - লোকনায়কের জন্মবার্ষিকী

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের 118তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর । একইসঙ্গে জয়প্রকাশের অনুগামী এবং সমাজকর্মী নানাজি দেশমুখের অবদানও মনে করেন তিনি ।

modi
modi

By

Published : Oct 11, 2020, 1:35 PM IST

দিল্লি, 11 অক্টোবর : লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের 118তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতের স্বাধীনতা সংগ্রামে জয়প্রকাশের অবদান স্মরণ করে নরেন্দ্র মোদি লেখেন, যখন আমাদের গণতন্ত্র সংকটে ছিল তখন তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ।

একইসঙ্গে জয়প্রকাশের অনুগামী এবং RSS নেতা নানাজি দেশমুখের অবদানও মনে করেন প্রধানমন্ত্রী । তাঁর 104তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "লোকনাথ জয়প্রকাশের জন্মবার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধা জানাই । তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন । যখন আমাদের গণতন্ত্রে আঘাত এসেছিল তখন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জয়প্রকাশ । গণতন্ত্রকে রক্ষা করতেই আন্দোলন গড়ে তোলেন তিনি । তাঁর জন্য জাতীয় সুরক্ষা এবং গণকল্যাণের উপর আর কিছু ছিল না । "

ভারত ছাড়ো আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন লোকনায়ক । এমনকী সাতের দশকে মাঝামাঝি ইন্দিরা গান্ধির বিরুদ্ধেও আন্দোলন করেছিলেন তিনি । তাঁর নেতৃত্বে জনতা পার্টি নির্বাচনে ক্ষমতায় আসে । প্রথম অ-কংগ্রেস দল, যারা কেন্দ্রে ক্ষমতায় এসেছিল । 1979 সালের 8 অক্টোবর প্রয়াত হন তিনি । 1999 সালে মরণোত্তর 'ভারতরত্ন' সম্মান দেওয়া হয় তাঁকে ।

প্রধানমন্ত্রী আরও একটি টুইটে নানাজি দেশমুখের কাজের কথা স্মরণ করেন । গ্রামীণ উন্নয়নে নানাজির ভূমিকা তাঁকে প্রেরণা যুগিয়েছে । লেখেন, "লোকনায়ক জয়প্রকাশের অন্যতম অনুগামী ছিলেন নানাজি দেশমুখ । জয়প্রকাশের ভাবনাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছিলেন তিনি । ভারত লোকনায়ক জেপি এবং নানাজি দেশমুখের মতো মহৎ ব্যক্তিত্বের জন্য গর্বিত । "

2019 সালে নানাজি দেশমুখকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। 1977 থেকে 1979 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি । পরে 1999 সাল থেকে 2005 পর্যন্ত ছিলেন রাজ্যসভার সদস্য । 2010 সালে 27 ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details