পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্তে চালু আরও 1 ইন্টিগ্রেটেড চেকপোস্ট, নেপালকে সাহায্যের আশ্বাস মোদির - K P Sharma Oli

ভারত ও নেপালের সীমান্তে দ্বিতীয় ইন্টিগ্রেনেড চেকপোস্ট চালু হল আজ থেকে ৷ দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে আরও বেশি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই চেকপোস্ট ৷ এমনই মনে করছেন প্রধানমন্ত্রী ৷

India Nepal
ছবির সূত্র : ANI

By

Published : Jan 21, 2020, 1:42 PM IST

দিল্লি, 21 জানুয়ারি : দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনে আজ যোগবাণী-বিরাটহাট সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ দুই দেশের সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে আজ কথা হয় দু্​ই দেশের প্রধানের মধ্যে ৷ সড়ক যোগাযোগ ও রেলপথ বসানোর কাজও ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে জানান নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী আজ বলেন, " নেপালের সার্বিক উন্নতির জন্য ভারত সবসময়েই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ৷ প্রতিবেশীদের পাশে সবসময়ই রয়েছে ভারত ৷ দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করাই আমাদের প্রথম লক্ষ্য ৷"

ভারতের প্রতিবেশী সমস্ত দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চায় সরকার ৷ পাশাপাশি, দ্বিপাক্ষিক স্তরে বাণিজ্যিক, সাংস্কৃতিক, ও শিক্ষার আদান প্রদানের দিকেও নজর দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ 2015 সালের ভয়াবহ ভূমিকম্প নিয়েও আজ দুঃখপ্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷

আজ যে ইন্টিগ্রেনেড চেকপোস্টটি উদ্বোধন হল, সেটি দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে আরও উন্নত করবে বলেই মনে করছেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷ ভারত-নেপাল সীমান্তে এটি দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৷ প্রথমটি বানানো হয় 2018 সালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে ৷

ABOUT THE AUTHOR

...view details