দিল্লি, 21 জানুয়ারি : দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনে আজ যোগবাণী-বিরাটহাট সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ দুই দেশের সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে আজ কথা হয় দু্ই দেশের প্রধানের মধ্যে ৷ সড়ক যোগাযোগ ও রেলপথ বসানোর কাজও ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে জানান নরেন্দ্র মোদি ৷
প্রধানমন্ত্রী আজ বলেন, " নেপালের সার্বিক উন্নতির জন্য ভারত সবসময়েই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ৷ প্রতিবেশীদের পাশে সবসময়ই রয়েছে ভারত ৷ দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করাই আমাদের প্রথম লক্ষ্য ৷"