পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রামীণ ভারতের পরিবর্তনে ঐতিহাসিক পদক্ষেপ SVAMITVA প্রকল্প : মোদি - সম্পত্তি কার্ড

SMS-এর মাধ্যমে প্রায় এক লাখ উপভোক্তার ফোনে লিঙ্ক পাঠানো হয় । লিঙ্কে ক্লিক করে উপভোক্তারা নিজেরদের সম্পত্তি কার্ড ডাউনলোড করতে পারবেন । জানানো হয় PMO-র তরফে ।

Narendra Modi
Narendra Modi

By

Published : Oct 11, 2020, 1:15 PM IST

Updated : Oct 11, 2020, 2:22 PM IST

দিল্লি, 11 অক্টোবর : "সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজ়ড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস" (SVAMITVA) স্কিমের অধীনে আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্রধানমন্ত্রী দপ্তরের বিবৃতি অনুযায়ী, SMS-এর মাধ্যমে প্রায় এক লাখ উপভোক্তার ফোনে লিঙ্ক পাঠানো হয় । লিঙ্কে ক্লিক করে উপভোক্তারা নিজেদের সম্পত্তি কার্ড ডাউনলোড করতে পারবেন ।

আজ ভিডিয়ো কনফারেন্সের সময় কয়েকজন উপভোক্তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার । প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ভারতের পরিবর্তনে সম্পত্তি কার্ড প্রকল্প ঐতিহাসিক পদক্ষেপ । এই প্রকল্প গ্রামের মানুষকে আত্মনির্ভর করে তুলবে ।

পঞ্চায়েত রাজ মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় এই প্রকল্প চলতি বছরের 24 এপ্রিল চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রথম দফায় 6 টি রাজ্যের মোট 763 টি গ্রামকে এই স্কিমের অধীনে আনা হয় । এরমধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 346 টি, হরিয়ানার 221 টি, মহারাষ্ট্রের 100 টি, মধ্যপ্রদেশের 44 টি, উত্তরাখণ্ডের 50 টি এবং কর্নাটকের 2 টি গ্রাম ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র বাদে সব রাজ্যের উপভোক্তাদের সম্পত্তি কার্ড দেওয়া হয়েছে । মহারাষ্ট্রের উপভোক্তাদের কাছে এই কার্ড পৌঁছে দিতে এক মাস মত সময় লাগবে ।

2020 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 6.62 লাখ গ্রামকে বিভিন্ন দফায় এই স্কিমের আওতায় আনা হবে ।

Last Updated : Oct 11, 2020, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details