দিল্লি, 11 অক্টোবর : "সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজ়ড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস" (SVAMITVA) স্কিমের অধীনে আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
প্রধানমন্ত্রী দপ্তরের বিবৃতি অনুযায়ী, SMS-এর মাধ্যমে প্রায় এক লাখ উপভোক্তার ফোনে লিঙ্ক পাঠানো হয় । লিঙ্কে ক্লিক করে উপভোক্তারা নিজেদের সম্পত্তি কার্ড ডাউনলোড করতে পারবেন ।
আজ ভিডিয়ো কনফারেন্সের সময় কয়েকজন উপভোক্তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার । প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ভারতের পরিবর্তনে সম্পত্তি কার্ড প্রকল্প ঐতিহাসিক পদক্ষেপ । এই প্রকল্প গ্রামের মানুষকে আত্মনির্ভর করে তুলবে ।