পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 11, 2020, 1:47 PM IST

Updated : Aug 11, 2020, 2:03 PM IST

ETV Bharat / bharat

আক্রান্তের চারপাশের সবাইকে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষার নির্দেশ

modi
modi

13:40 August 11

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র । উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । আজ এই 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে । এই 10 রাজ্যের মধ্যে ছিল পশ্চিমবঙ্গও । বৈঠকের পর দেশের বর্তমান কোরোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী । কী বললেন মোদি, এক নজরে...

  • 10 রাজ্যে সংক্রমণ বেশি । আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে । তার মধ্যে বেশিরভাগ আক্রান্ত এই 10 রাজ্যেই ।
  • মোট সক্রিয় আক্রান্তের 80 শতাংশ এই 10 রাজ্যে ।
  • একজনও সংক্রিমত হলে তার আশাপাশের প্রত্যেককে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষা করতে হবে । 72 ঘণ্টায় সব কাজ করতে হবে । পরীক্ষা-সহ আরোগ্য সেতুও রয়েছে ।
  • মৃত্যুর হার আগেও কম ছিল । আরও কম হচ্ছে । মৃত্যুর হার এক শতাংশের নীচে আনতে হবে ।
  • পশ্চিমবঙ্গ, বিহার, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশে পরীক্ষার হার বেড়েছে ।
  • সুস্থের হার বাড়ছে । আমরা সফল হচ্ছি ।  মানুষের মধ্যে ভরসা বাড়ছে । ভয় কমেছে । পরীক্ষা বাড়লে সাফল্য বাড়বে ।
  • কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলে জয় আসবে ।
  • সবাই একসঙ্গে কাজ করেছে ।
Last Updated : Aug 11, 2020, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details