পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির স্ত্রী, সন্তান নেই, পরিবারের গুরুত্ব বুঝবে না : শরদ পাওয়ার - undefined

ওয়ারদার একটি ব়্যালিতে মোদির বক্তব্য়ের প্রত্যুত্তরে আজ শরদ পাওয়ার বলেন, "প্রধানমন্ত্রীর স্ত্রী, সন্তান নেই। তাই তিনি পরিবারের গুরুত্ব বুঝবেন না।"

শরদ পাওয়ার

By

Published : Apr 17, 2019, 5:06 PM IST

Updated : Apr 17, 2019, 5:26 PM IST

জালনা, 17 এপ্রিল : "নরেন্দ্র মোদির স্ত্রী, সন্তান নেই। তাই তিনি পরিবারের গুরুত্ব বুঝবে না।" এই ভাষাতেই মোদিকে আক্রমণ করলেন NCP প্রধান শরদ পাওয়ার। গত সোমবার হওয়া ওয়ারদার একটি ব়্যালিতে মোদির বক্তব্য়ের প্রত্যুত্তরে তিনি বলেন,"মোদিজির পরিবারে কেউ নেই। তিনি কী করে বুঝবেন পরিবার কী করে চালাতে হয়। এই কারণেই তিনি অন্যের বাড়িতে ঢুকে পড়ছেন।" তিনি আরও বলেন, "অন্য়ের বাড়িতে উঁকিঝুঁকি মারা উচিত নয়, মোদিজি। আমি অনেক কিছু বলতে পারি কিন্তু এত নিচে নামব না।"

পাওয়ার বলেন, "মোদি সবসময় আমার সম্পর্কে বলে আমারই প্রচার করছে। মানুষ মনে করছে পাওয়ারের পারিবারিক সমন্বয় না থাকলেও তিনি ভালো লোক। আমার ভাগ্নে বড় হয়েছে, নিজের দায়িত্ব নিতে শিখেছে। এছাড়াও আমার পরিবারে কী হচ্ছে তা জেনে ওঁর কী দরকার। আমার পরিবারে তো ভাগ্নে, বিবাহিত মেয়ে, জামাই, স্ত্রী সবাই আছে। কিন্তু ওঁর তো কেউই নেই।"

পাওয়ারের পরিবার সম্পর্কে নরেন্দ্র মোদি ওয়ারদার একটি রাজনৈতিক সভায় ভাষণ রাখতে গিয়ে বলেন, "একটি সময় ছিল যখন শরদ পাওয়ারের মনে হয়েছিল যে তিনিও প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি প্রথমে ঘোষণা করেছিলেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু হঠাৎ তিনি বলেছেন যে রাজ্যসভায় খুশি। কারণ উনি আগে থেকেই জানতেন হাওয়া কোন দিকে বইছে। পাশাপাশি NCP-তে একটি পারিবারিক যুদ্ধও চলছে। দল প্রতিষ্ঠা করেছিলেন শরদ পাওয়ার। কিন্তু তাঁর ভাগ্নে এখন ধীরে ধীরে পার্টি দখল করছে। সেজন্য NCP-কে টিকিট ভাগের ক্ষেত্রেও এখন সমস্যার মুখোমুখি হচ্ছে।"

Last Updated : Apr 17, 2019, 5:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details