আহমেদাবাদ, 26 মে : ফের ক্ষমতায় এসেছে NDA । 30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । তার আগে আজ সন্ধ্যায় বাড়িতে এসে মায়ের আশীর্বাদ নিলেন তিনি । আহমেদাবাদের ঘরে ছোটো ভাই পঙ্কজের সঙ্গে থাকেন মা হীরাবেন । ব্যস্ত সময়সূচির মাঝেও কোনও গুরুত্বপূর্ণ কাজের আগে মায়ের সঙ্গে দেখা করে যান মোদি। আজও ব্যতিক্রম হল না । এর আগে আহমেদাবাদে একটি জনসভাও করেন ।
শপথের আগে আশীর্বাদ নিতে মায়ের কাছে মোদি
30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । আজ সন্ধ্যায় গুজরাতের বাড়িতে এসে মায়ের আশীর্বাদ নিলেন তিনি ।
আজ আহমেদাবাদে এসে মোদি বলেন, "সাধারণ মানুষের সমস্যা সমাধান করার জন্য এই পাঁচ বছরকে ব্যবহার করতে হবে । আগামী বছরগুলিতে লক্ষ্য হবে "জন ভাগিদারি"(সরকারে মানুষের অংশগ্রহণ) ও "জন চেতনা"(জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো)।" শুক্রবার সুরাতের তক্ষশীলায় কোচিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় 22 জন ছাত্রের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন তিনি ।
সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, "গুজরাতের মানুষকে দেখতেই এখানে আসা । বরাবার এই রাজ্যের মানুষের আশীর্বাদ আমার কাছে স্পেশাল ।" 23 মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । 303টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BJP ।