দিল্লি, 10 জুন : ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো ডিউতার্তের সঙ্গে কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই আলোচনায় দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরকে সাহায্যের আশ্বাস দেন । ভারতে সহজলভ্য যেসব চিকিৎসা সংক্রান্ত পণ্য উৎপাদন হচ্ছে, তা মানবতার খাতিরে ব্যবহার করা হবে । ফিলিপিন্সের প্রেসিন্ডেন্টকে একথা জানান প্রধানমন্ত্রী মোদি । তিনি ভবিষ্যতে ফিলিপিন্সের পাশে থাকারও আশ্বাস দেন ।
কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার কথোপকথনে COVID-19 পরিস্থিতি প্রাধান্য পেয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, চিকিৎসা সংক্রান্ত পণ্য তৈরিতে ভারত যথেষ্ট এগিয়ে । এই পণ্য রপ্তানির বিষয়টি ভারত মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে । এমনকী ভ্যাকসিন তৈরি হলেও তা মানবতার জন্য ব্যবহৃত হবে ।