পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতি নিয়ে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর - ফিলিপিন্স

কোরোনা পরিস্থিতিতে জরুরী চিকিৎসাপণ্য সরবরাহ নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফিলিপিন্সের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

Modi discussed corona situation with Philippines president
প্রধানমন্ত্রী

By

Published : Jun 10, 2020, 12:53 PM IST

দিল্লি, 10 জুন : ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো ডিউতার্তের সঙ্গে কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই আলোচনায় দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরকে সাহায্যের আশ্বাস দেন । ভারতে সহজলভ্য যেসব চিকিৎসা সংক্রান্ত পণ্য উৎপাদন হচ্ছে, তা মানবতার খাতিরে ব্যবহার করা হবে । ফিলিপিন্সের প্রেসিন্ডেন্টকে একথা জানান প্রধানমন্ত্রী মোদি । তিনি ভবিষ্যতে ফিলিপিন্সের পাশে থাকারও আশ্বাস দেন ।

কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার কথোপকথনে COVID-19 পরিস্থিতি প্রাধান্য পেয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, চিকিৎসা সংক্রান্ত পণ্য তৈরিতে ভারত যথেষ্ট এগিয়ে । এই পণ্য রপ্তানির বিষয়টি ভারত মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে । এমনকী ভ্যাকসিন তৈরি হলেও তা মানবতার জন্য ব্যবহৃত হবে ।

কোরোনা পরিস্থিতিতে দুই দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিরও প্রশংসা করেন দুই রাষ্ট্রনেতা । দ্বিপাক্ষিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে গত কয়েক বছরে ভারত ও ফিলিপিন্সের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে বলে দু'জনেই স্বীকার করেন ।

পরে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত ও ফিলিপিন্স অর্থনৈতিক ও স্বাস্থ্যক্ষেত্রে কোরোনার প্রভাব লাঘব করতে একে অপরকে সহযোগিতা করবে । এই অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ সঙ্গী ফিলিপিন্স ।” পাশাপাশি প্রেসিডেন্ট রডরিগো এবং ফিলিপিন্সের জনগণকে চতুর্থ জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ABOUT THE AUTHOR

...view details