পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইনস্টাগ্রামে 3 কোটি ফলোয়ার, বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে মোদি

আজ BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা টুইট করে একথা জানান ৷ তিনি লেখেন, 'এটি নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের আরও একটি উদাহরণ ৷' ইনস্টা্গ্রামে এগিয়ে থাকলেও টুইটারে ওবামা ও ট্রাম্পের থেকে ফলোয়ার সংখ্যার নিরিখে পিছিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ইনস্টাগ্রামে 3 কোটি ফলোয়ার, বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে মোদি

By

Published : Oct 13, 2019, 9:26 PM IST

দিল্লি, 13 অক্টোবর : টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা 5 কোটি ৷ আর ইনস্টাগ্রামে 3 কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফলো করেন ৷ এই সংখ্যা বিশ্ব নেতাদের মধ্যে সর্বাধিক ৷ ছাপিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামাদের মতো রাষ্ট্রনেতাকে ৷ টুইট করে একথা জানান BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ৷

নরেন্দ্র মোদির পর দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা ৷ ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন প্রায় আড়াই কোটি মানুষ ৷ তৃতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ প্রায় দেড় কোটি মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন ৷

আজ BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা টুইট করে একথা জানান ৷ তিনি লেখেন, 'এটি নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের আরও একটি উদাহরণ ৷'

ইনস্টাগ্রামে এগিয়ে থাকলেও টুইটারে কিন্তু বাজিমাত করেছেন ওবামা ও ট্রাম্প ৷ ফলোয়ার-সংখ্যার নিরিখে তাঁদের পরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ মোদিকে টুইটারে 5 কোটি মানুষ অনুসরণ করেন ৷ অপরদিকে বারাক ওবামার ফলোয়ার সংখ্যা প্রায় 11 কোটি ও ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার-সংখ্যা প্রায় 6.5 কোটি ৷

ABOUT THE AUTHOR

...view details