দিল্লি, ৩ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। বৈঠকে ছিলেন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্যরা।
মোদির বাড়িতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক - security council
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। বৈঠকে ছিলেন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্যরা।
ছবি সৌজন্যে ANI
বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ সচিব বিজয় গোখলেও উপস্থিত ছিলেন বৈঠকে।
শুক্রবার পাকিস্তানের হেপাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপর জাতীয় নিরাপত্তা নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হয়।