দিল্লি, 15 জানুয়ারি : গাড়ি দুর্ঘটনায় জখম কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী তথা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকের স্বাস্থ্য়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বর্তমানে গোয়া মেডিক্য়াল কলেজ় ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ এদিন শ্রীপদ নায়েকের বিশেষ দায়িত্বে থাকা আধিকারিক সুরজ নায়েক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে অল্প কিছুক্ষণ কথা হয়েছে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রীর ৷ প্রধানমন্ত্রী তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ৷
হাসপাতালে ভরতি কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েকের খোঁজ নিতে ফোন প্রধানমন্ত্রীর - গোয়া মেডিক্য়াল কলেজ় ও হাসপাতাল
শ্রীপদ নায়েকের বিশেষ দায়িত্বে থাকা আধিকারিক সুরজ নায়েক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে অল্প কিছুক্ষণ কথা হয়েছে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রীর ৷ প্রধানমন্ত্রী তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ৷
হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েকের খোঁজ নিতে ফোন প্রধানমন্ত্রীর
আরও পড়ুন : শ্রীপদ নায়েকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
প্রসঙ্গত, গত সোমবার কর্নাটকের উত্তর কান্নাড জেলার আঙ্কোলা তালুকে গাড়ি দুর্ঘটনার শিকার হন শ্রীপদ নায়েক ৷ সেই দুর্ঘটনায় তাঁর স্ত্রী বিজয়া নায়েক ও মন্ত্রীর আপ্ত সহায়ক মারা যান ৷ সেই ঘটনার পর থেকে গোয়া মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শ্রীপদ নায়েক ৷ তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷