দিল্লি, 11 জুলাই : আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে দ্রুত বাড়ছে কোরোনা সংক্রমণ । আজ দেশে আট লাখ ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ানো হয়েছে কনটেইনমেন্টের সংখ্যা । বেশ কিছু রাজ্যে কনটেইনমেন্ট জ়োনে শুরু হয়েছে লকডাউনও । এই পরিস্থিতিতে দেশের কোরোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠক শেষে তিনি বলেন, "যে সব রাজ্যে সংক্রমণ বাড়ছে, সেসব রাজ্যের উপর সর্বক্ষণ পর্যবেক্ষণ করতে হবে । জাতীয় স্তরে এই পর্যবেক্ষণ করা প্রয়োজন ।"
আজ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, নীতি আয়োগের সদস্যরা ও ক্যাবিনেট সেক্রেটারি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক । বৈঠক শেষে কোরোনা মোকাবিলায় দিল্লির আধিকারিকদের প্রশংসা করেন তিনি । দিল্লির পাশাপাশি রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদশের NCR এলাকাগুলিতেও একই ধরনের পদক্ষেপ করার পরামর্শ দেন । PMO-র তরফে জানানো হয়েছে, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদশের বিভিন্ন এলাকায়ও কোরোনা সংক্রমণ বাড়ছে, ফলে সেসব জায়গায়ও দিল্লির মতো পদক্ষেপ নিতে হবে ।