দিল্লি, 31 মে : কিছু মুখ বদলালেও মোটের উপর নিজের প্রথম ইনিংসের ক্যাবিনেটের উপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় দফায় মোদির মন্ত্রিসভায় বড় চমক অবশ্যই অমিত শাহ । পদোন্নতি হয়েছে প্রাক্তন বিদেশসচিব এস জয়শংকরের । তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । এছাড়া প্রত্যাশা মতোই রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রবিশংকর প্রসাদ, স্মৃতি ইরানিরা মোদির ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন । মোদি সহ আজ মোট 58 জন কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিয়েছেন ।
এই সংক্রান্ত আরও খবর : প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন যারা-
- রাজনাথ সিং
- অমিত শাহ
- নীতিন গড়কড়ি
- সদানন্দ গৌড়া
- নির্মলা সীতারামন
- রামবিলাস পাসোয়ান
- নরেন্দ্র সিং তোমার
- রবিশংকর প্রসাদ
- হরসিমরত কউর বাদল
- থাওয়ার চাঁদ গেহলট
- সুব্রমণিয়াম জয়শংকর (এস. জয়শংকর)
- রমেশ পোখরিয়াল নিশান্ত
- অর্জুন মুন্ডা
- স্মৃতি ইরানি
- হর্ষ বর্ধন
- প্রকাশ জাওড়েকর
- পীযূষ গোয়েল
- ধর্মেন্দ্র প্রধান
- মুখতার আব্বাস নকভি
- প্রহ্লাদ যোশি
- মহেন্দ্রনাথ পাণ্ডে
- অরবিন্দ গণপত সাওয়ান্ত
- গিরিরাজ সিং
- গজেন্দ্র সিং শেখাওয়াত