দিল্লি , 29 সেপ্টেম্বর : ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এই বৈঠক ভার্চুয়ালি হবে কি না সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন , এই নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে ৷ তবে বৈঠকটি কোথায়, কীভাবে অর্থাৎ ভার্চুয়ালি হবে কি না সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ যদি কোরোনা পরিস্থিতির কোনও পরিবর্তন না হয় তাহলে বৈঠকটি ভার্চুয়াল হবে ৷ এদিকে আজ জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের বৈঠক করতে চলেছেন দুই দেশের বিদেশমন্ত্রী ৷
আজ জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (JCC) বৈঠকে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন ৷ মূলত JCC হল উভয় দেশের মধ্যে সম্পর্কে অগ্রগতি পর্যালোচনা করার একটি মাধ্যম ৷ ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রী আলোচনা করবেন এই বৈঠকে ৷ প্যানডেমিক পরিস্থিতি সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হবে ৷
দু'দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ও পারস্পরিক আস্থা বাড়াতে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছে ৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ৷ ভারতকে "ভালো বন্ধু" হিসেবে উল্লেখ করে মোমেন বলেন , "বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আছে ৷" বৈঠকে মূলতরোহিঙ্গা সমস্যা , নদীর জল বণ্টন , শক্তি, যোগাযোগ ব্যবস্থা , দ্বিপাক্ষিক বাণিজ্য , সীমান্ত সমস্যার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে ৷