পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সংবিধান বিরুদ্ধ: আসাদউদ্দিন

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ করার পরিকল্পনার তুমুল সমালোচনা করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বাবরি মসজিদের ইতিহাস প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগদান সাংবিধানিক শপথ লঙ্ঘনের সমান।

Assaduddin owaisi
Assaduddin owaisi

By

Published : Jul 28, 2020, 4:34 PM IST

হায়দারাবাদ, 28 জুলাই : রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সমালোচনা করলেন AIMIM প্রেসিডেন্ট এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করা, সাংবিধানিক শপথ লঙ্ঘণ করার সমান।

তিনি টুইট করে লেখেন, " সরকারি ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী ভূমি পুজোয় অংশগ্রহণ করলে তা সাংবিধানিক শপথ লঙ্ঘণ করা হবে। সংবিধানের প্রাথমিক কাঠামোতেই ধর্মনিরপেক্ষতার উল্লেখ রয়েছে। "

ওয়াইসি আরও যোগ করে লেখেন, " আমরা এটা ভুলতে পারি না যে 400 বছর ধরে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল এবং 1952 সালে একদল দুষ্কৃতী তা ধ্বংস করে দেয়। "

আগামী 5 অগস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত দিয়ে ভিত্তিপ্রস্তরের পাশাপাশি প্রায় 40 কেজির একটি রূপোর পাত মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে।

মন্দিরের যাবতীয় আচার অনুষ্ঠান পালনের জন্য বারাণসী থেকে পুরোহিতেরা আসবেন। শুভ দিন ক্ষণ গণনা করে সেই দিন দুপুর 12 টা 13 মিনিট নাগাদ মন্দিরের ভিত্তি স্থাপন করা হবে।

ABOUT THE AUTHOR

...view details