দিল্লি, 21 জানুয়ারি : ভারত-নেপাল বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে যোগবাণী-বিরাটহাট সীমান্তে বসানো হচ্ছে নতুন চেকপোস্ট ৷ আজ এই চেকপোস্ট উদ্বোধনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতেও উদ্যোগী দুই দেশের প্রধানমন্ত্রী ৷
আজ চেকপোস্ট উদ্বোধনে মোদি-ওলি, কথা হতে পারে কালাপানি নিয়ে - Narendra Modi
কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর নতুন মানচিত্রে কালাপানি এলাকাটিতে ভারতীয় ভূ-ভাগের ভিতরে দেখানো হয় ৷ নেপালের দাবি, ওই এলাকাটি তাদের ৷ এই পরিস্থিতিতেই আজ মুখোমুখি হতে চলেছেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গতরাতেই এক টুইটে এই চেকপোস্টের উদ্বোধনের কথা জানানো হয় ৷ ভারত-নেপাল সীমান্তে এটি দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৷ প্রথমটি বানানো হয় 2018 সালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে ৷
কিছুদিন আগেই কালাপানি ইশুতে মুখ খুলেছিলেন নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য্য ৷ নেপালের রাষ্ট্রদূত বলেছিলেন, "কালাপানি নেপালের অংশ ৷ এটা ভারত মেনে না নিলে দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়বে ৷" প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই কালাপানি ইশুতে সরব হয় নেপাল ৷ ভারতের নতুন মানচিত্রে চিন-নেপাল-ভারতের সংযোগস্থানের ওই এলাকাটি নিজেদের ভূ-ভাগের ভিতরে দেখায় দিল্লি, দাবি করেছিল নেপাল ৷ যদিও কেন্দ্রের তরফে সেই দাবি নস্যাৎ করা হয় ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ দুই প্রধানের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷