পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-চিন সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে : নরেন্দ্র মোদি

ভারত-চিন সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ পাশাপাশি বাণিজ্য জোট নিয়েও কথা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ এবার BRICS সম্মেলনে মূল আলোচনার বিষয় আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রগুলির মধ্যে পদ্ধতিগত সহযোগিতা ৷

By

Published : Nov 14, 2019, 10:32 AM IST

মোদি-চিনপিং

ব্রাজ়িলিয়া, 14 নভেম্বর : ব্রাজ়িলিয়ায় চলছে 11 তম BRICS সম্মেলন ৷ বুধবার ছিল সম্মেলনের প্রথম দিন । ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে বৈঠক করেন ৷ চলতি বছরের অক্টোবরে ভারতে সৌজন্য সাক্ষাতের পরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি এ বছর দ্বিতীয় সাক্ষাৎ । বৈঠকে শি চিনপিং-কে নরেন্দ্র মোদি বলেন, "ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে ৷" ভারত-চিন সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ পাশাপাশি বাণিজ্য জোট নিয়েও কথা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ এবার BRICS সম্মেলনে মূল আলোচনার বিষয় আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রগুলির মধ্যে পদ্ধতিগত সহযোগিতা ৷

নরেন্দ্র মোদি গতকালের বৈঠকে শি চিনপিংকে বলেন, "আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ব্রাজ়িলেই ৷ সেখান থেকেই যাত্রা শুরু ৷ এরপর একাধিক ফোরাম এবং দ্বিপাক্ষিক বৈঠক হয় আমাদের ৷ গত পাঁচ বছরে দুই দেশের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর হয়েছে ৷ বৈঠকে একাধিকবার দুই রাষ্ট্রনেতার কথায় উঠে আসে গত অক্টোবরে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে সৌজন্য সাক্ষাতের সাফল্যের কথা ৷ প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, "চেন্নাইয়ে সৌজন্য সাক্ষাতের পরে ইন্দো-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে ৷"

এদিনের বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ কিছুদিন আগে ব্যাংককে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক বৈঠকে ভারত সিদ্ধান্ত নিয়েছিল চিন প্রভাবিত RCEP (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ) - তে ভারত অংশ নেবে না ৷ কাশ্মীর ইশু নিয়েও দু'দেশের রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় ৷ সম্প্রতি শি চিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যৌথ বিবৃতিতে বলেছিলেন, "আমরা কাশ্মীর পরিস্থিতির উপর গভীর নজর রাখছি ৷ ভারতের উচিৎ সঠিক ও শান্তিপূর্ণভাবে রাষ্ট্রসংঘের দলিল মেনে কাশ্মীর সমস্যার সমাধান করা ৷" উত্তরে দিল্লি জানিয়েছিল, কাশ্মীর পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই পরিস্থিতিতে দাড়িয়ে BRICS সম্মেলনের ফাঁকে একমাসের মধ্যে নরেন্দ্র মোদি ও শি চিনপিং-এর দ্বিতীয় বৈঠক ভারতীয় উপমহাদেশে দুই শক্তিধর রাষ্ট্রের সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details