- বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন ।
- মাস্কের ব্যবহার অবশ্যই করুন । প্রয়োজনে বাড়িতে বানানো মাস্কের ব্যবহার করুন ।
- গরিবদের পাশে দাঁড়ান ।
- আপনার ব্যবসায়, আপনার সংস্থায় কর্মরত মানুষদের খেয়াল রাখুন । তাদের চাকরি কেড়ে নেবেন না ।
- সামাজিক দূরত্ব ঠিকঠাকভাবে পালন করুন ।
- 3 মে পর্যন্ত লকডাউন মেনে চলুন । যেখানে আছেন, সেখানেই থাকুন । বললেন, প্রধানমন্ত্রী ।
3 মে পর্যন্ত দেশে লকডাউন : মোদি - নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী
10:22 April 14
দিল্লি, 14 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে দেশব্যাপী তিন সপ্তাহব্যাপী যে লকডাউনের ঘোষণা করা হয়েছিল, আজ তার শেষ দিন । লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে কি না তা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কী বললেন তিনি?
10:20 April 14
- বিশ্ব কল্যাণের জন্য ও মানব কল্যাণের জন্য দেশবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ।
- লকডাউন মেনে চললে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতবই । আশ্বাস প্রধানমন্ত্রী ।
10:18 April 14
- এইসময়ে রবিশস্য কাটার কাজ চলছে । কেন্দ্র ও রাজ্য মিলে চেষ্টা করছে যাতে কৃষকদের কোনও সমস্যা না হয় ।
- জরুরি সামগ্রীর কোনও ঘাটতি নেই দেশে । সবকিছু প্রয়োজনমতো মজুত রয়েছে ।
10:17 April 14
- হটস্পটগুলিকে আগের থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে । যেসব এলাকাগুলিতে হটস্পট তৈরি হতে পারে সেগুলির দিকেও নজর রাখতে হবে । এই কারণে আগামী সপ্তাহগুলিতে কোরোনার বিরুদ্ধে কঠোরতা আরও বাড়ানো হবে ।
- 20 এপ্রিল পর্যন্ত সবজায়গায় নজর রাখা হবে । সব জায়গায় লকডাউন কতটা পালন করা হচ্ছে তা দেখা হবে । যেসব জায়গায় লকডাউন ঠিকঠাক পালন করা হবে, হটস্পটের সংখ্যা বাড়বে না, সেইসব জায়গায় লকডাউন আংশিক শিথিল করা হবে । তবে পরিস্থিতি কোনওভাবে খারাপ হতে দেখলে ফের পূর্ণ লকডাউন জারি করা হবে ওই এলাকায় ।
10:11 April 14
- লকডাউন নিয়ে আগামী দিনে কী হবে তা নিয়ে সব রাজ্যের সঙ্গে কথা হয়েছে । সবাই বলছে লকডাউন বাড়াতে । সব পরামর্শকে মাথায় রেখে,3 মে পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন ।
10:11 April 14
- যখন আমাদের দেশে একটাও সংক্রমণ ছিল না, তখনই আমরা বিমানবন্দরে স্ক্রিনিং শুরু করে দিয়েছিলাম ।
- এক'শো জন সংক্রমিত হওয়ার আগেই আমরা বিদেশ থেকে ফেরা সকলকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করেছিলাম ।
- এই পরিস্থিতিতে কোনও দেশের সঙ্গে তুলনা করা ঠিক নয় । কিন্তু এটাই সত্যি । যদি বড় বড় দেশগুলির পরিসংখ্যান দেখা যায়, সেই তুলনায় ভারত অনেক ভালো ।
- ভারতের সঙ্গে একই জায়গায় কিছুদিন আগেও যেসব দেশগুলি দাঁড়িয়েছিল, এমন বেশকিছু দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ ।
- ভারত যদি এই সামগ্রিক লকডাউনের সিদ্ধান্ত না নিত, তাহলে কী হত ভাবলেই ভয় লাহগে ।
- আমরা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছি ।
- যদি শুধু আর্থিক দিক থেকে দেখা যায়, তাহলে অনেক ক্ষতি হয়েছে দেশের । কিন্তু দেশবাসীর প্রাণের থেকে কোনওকিছুই বেশি নয় ।
- রাজ্য সরকারগুলিও খুব দায়িত্ব নিয়ে কাজ করেছে ।
10:04 April 14
- বৈশাখি, পয়লা বৈশাখসহ একাধিক রাজ্যে নতুন বছরের শুরু হচ্ছে । আপনারা যেভাবে ঘর বসে উৎসব পালন করছেন তা প্রশংসনীয় ।
10:03 April 14
10:02 April 14
- সংবিধানে যে "আমরা, ভারতের জনগণ" বলা হয়েছে, এটা তারই প্রমাণ । এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
09:08 April 14
- আজই শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন ।
- "আমি জানি আপনাদের কতটা সমস্যা হয়েছে । কিন্তু আপনারা দেশের জন্য একজন সৈন্যের মতো নিজের দায়িত্ব পালন করছেন ।" বললেন প্রধানমন্ত্রী ।
Last Updated : Apr 14, 2020, 10:27 AM IST