দিল্লি, 26 মে : লাদাখ সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা । আজ এনিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । এর আগে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা ও সেনা প্রধানদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন তিনি ।
সপ্তাহ দুয়েক আগে থেকেই ভারত- চিন সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । লাদাখের তিন জায়গায় আপাতত এভাবেই মুখোমুখি দুই দেশের সেনা । বাড়ছে উত্তেজনাও । পরিস্থিতিতে খতিয়ে দেখতে দিন দুয়েক আগে লাদাখ যান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে । পাশাপাশি গালওয়ান নালায় ভারতের সীমারেখায় চিনের চপার ঘোরার খবর প্রকাশ্যে আসে । যদিও সেকথা অস্বীকার করে চিন সেনা । তাদের পালটা অভিযোগ ছিল, তাদের সীমানায় ভারতীয় চপার ঘুরছে । এর মাঝেই খবর ছড়ায়, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের আটকে রেখেছিল চিন সেনা । কিন্তু সেখবর একেবারেই মিথ্যা বলে জানিয়ে দেয় ভারতীয় সেনা ।